Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে নাইজেরিয়ার চমক

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছে নাইজেরিয়া। ছবি : আইসিসি
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছে নাইজেরিয়া। ছবি : আইসিসি
[publishpress_authors_box]

বিশ্বকাপ ফুটবল বা অলিম্পিক অ্যাথলেটিক্সে নাইজেরিয়া সমীহ জাগানিয়া নাম। ক্রিকেটে অবশ্য খ্যাতি নেই তাদের। আফ্রিকা মহাদেশের সেই নাইজেরিয়া এবারের মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে জন্ম দিল সবচেয়ে বড় অঘটনের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা ২ রানে হারাল ক্রিকেট পরাশক্তি নিউজিল্যান্ডের মেয়েদের।

১৩ ওভারে নেমে আসা ম্যাচে নাইজেরিয়া করেছিল ৬ উইকেটে ৬৫ রান। অধিনায়ক লাকি পিটি ১৯ আর লিলিয়ান উদে করেন ১৮ রান। জবাবে প্রথম বলেই উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৬৩ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৯ রান। কিন্তু ৬ রানের বেশি পায়নি তারা। ২ রানের রুদ্ধশ্বাস জয়টা এবারের মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে নাইজেরিয়ার প্রথম।

 এর আগে তাদের গ্রুপের প্রথম ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। গ্রুপ ‘সি’তে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নাইজেরিয়া আছে দুইয়ে। আর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের পয়েন্ট ০।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত