Beta
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর অসত্য : প্রেস উইং

ss-fake-news-indian-paper-press-wing-07122024
[publishpress_authors_box]

ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ‘অসত্য ও বানোয়াট’ বলে জানিয়েছে সরকার।

শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট নামে ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে একথা জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রেস উইং বলেছে, “এটি সম্পূর্ণরূপে একটি অসত্য ও বানোয়াট খবর। বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনও এলাকায় কোনও ড্রোন মোতায়েন করেনি।”

ড্রোন মোতায়েনের খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার অংশ বলেও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র।।

ভারতীয় সংবাদমাধ্যম সাপ্তাহিক ইন্ডিয়া টুডে ও জি ২৪ ঘণ্টার প্রতিবেদনে দাবি করা হয়,পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে, যেটি তুরস্কে নির্মিত। বেরাকতার টিবি টু মডেলের এই ড্রোন মোতায়েনের পর ভারতও সতর্ক অবস্থান নিয়েছে বলেও সেখানে জানানো হয়।

জি ২৪ ঘণ্টা বলছে, তুরস্কের তৈরি এই ড্রোন নজরদারি এবং হামলা; দুটি চালাতেই সক্ষম। এ পরিস্থিতিতে ভারতীয় নিরাপত্তা বাহিনী ‘সতর্ক-মোডে’ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয়ভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটে। G

এসব ঘটনায় বিভিন্ন সময়ে ভারত সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে ভারতের পার্লামেন্টেও। রাজ্য বিধানসভাতেও বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়।

যদিও বিভিন্ন সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনের হামলার বিষয়টিকে ভারতীয় সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করা হচ্ছে।

সবশেষ শনিবার এক ফেইসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে বাংলাদেশের সংখ্যালঘু সম্পর্কিত ইস্যুগুলো অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের ‘ধর্মীয় সহিংসতার মামলাগুলো’ তদন্ত করে দেখতেও আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত