২০২৩ সালের অক্টোবরে সবশেষ খেলেছিলেন ব্রাজিলের হয়ে। এরপর হাঁটুর এসিএল ইনজুরিতে আর ব্রাজিলের জার্সি পড়া হয়নি নেইমারের। তবে আল হিলাল থেকে সান্তোসে যোগ দেওয়ার পর ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন নেইমার।
রবিবার ক্যাম্পেওনাতো পলিস্তায় ইন্তারনাসিওনাল দি লিমেইরার বিপক্ষে সান্তোসের হয়ে নেইমার খেলেছেন পুরো ৯০ মিনিট। সবশেষ ২০২৩ সালের ১২ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন নেইমার। এর ৫০০তম দিনে আবারও খেললেন পুরো সময়।
তাতে নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন নেইমার। এখন তিনি স্বপ্ন দেখছেন ব্রাজিল জাতীয় দলে ফেরার। ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে ২০ মার্চ কলম্বিয়া আর ২৫ মার্চ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। দুই ম্যাচের দল ৭ মার্চ ঘোষণা করবেন কোচ দোরিভাল জুনিয়র।
নেইমার কি থাকবেন আর্জেন্টিনা-কলম্বিয়ার বিপক্ষে দলে? ব্রাজিলের জার্সিতে ফেরা নিয়ে নেইমার বললেন, ‘‘দলে ডাক পাওয়ার প্রসঙ্গ উঠলে বলব, আমি আছি। সব খেলোয়াড়ের স্বপ্ন থাকে দেশের হয়ে খেলা। আমার জন্যও এটা সবসময় সম্মানের। দলে ফেরার সুযোগ পেলে ভীষণ খুশি হব আমি।’’
ক্যাম্পেওনাতো পলিস্তায় ইন্তারনাসিওনাল দি লিমেইরার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ের ম্যাচে কর্নার থেকে সরাসরি কিকে গোল করেছিলেন নেইমার। ফুটবলের ভাষায় এর নাম ‘অলিম্পিক গোল’। বিপক্ষ দর্শকরা দুয়ো দিচ্ছিলেন নেইমারের কর্নারের সময়। তার বাঁকানো শট দূরের পোস্টে লেগে জালে জড়ানোর পর সেই দর্শকরাই দেন করতালি।
এরপর পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর মতোই গোল করে বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে উদ্যাপন সেরেছেন নেইমার। নিজেকে ধীরে ধীরে ফিরে পাওয়ায় খুশি নেইমার, ‘‘আমি আর ১৯ বছর বয়সে ফিরে যাচ্ছি না, যা আমি মিস করি। তবে আরও ভালো আর স্বাচ্ছন্দ্য বোধ করছি মাঠে। ম্যাচ বাই ম্যাচ উন্নতি করছি।’’