Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

মেসিকে ঈর্ষা করতেন এমবাপ্পে, জানালেন নেইমার

neymar-messi-mbappe-3
[publishpress_authors_box]

প্যারিস সেন্ত জার্মেই তৈরি করেছিল বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ। নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যোগ করে লিওনেল মেসিকে। তবে তাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে এই ত্রয়ী কাজে আসেনি। মেসি ও নেইমার খুব ভালো বন্ধু, তাদের সম্পর্কে ফাটল ধরেনি। সমস্যাটা হয়েছিল এমবাপ্পের। এমনকি ফরাসি ফরোয়ার্ড মেসিকে ঈর্ষাও করতেন। আর কেউ নন, নেইমারই জানিয়েছেন কথাগুলো।

৩২ বছর বয়সী ফরোয়ার্ড কথা বলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোমারিও পডকাস্টে। বৃহস্পতিবার প্রকাশ হওয়া এই ভিডিওতে নেইমার নিশ্চিত করেছেন, এমবাপ্পে তাকে কোনও রকম বিরক্ত করেনি। তবে মেসির সঙ্গে সম্পর্ক ভালো ছিল না।

ইউরোপ ছেড়ে সৌদি ফুটবলে নাম লেখানো নেইমার বলেছেন, “না, সে এমন (বিরক্তিকর) নয়। আমাদের কিছু ঝামেলা হয়েছে, তবে তার (পিএসজিতে) আসাটা গুরুত্বপূর্ণ ছিল। আমি সবসময় তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম।” কথাগুলো শেষ করেই আবার নেইমার বলতে থাকেন, “আমি সবসময় ওর সঙ্গে খেলতাম এবং বলতাম, অন্যতম সেরা একজন খেলোয়াড় হবে। আমি সবসময় ওকে সাহায্য করেছি, কথা বলেছি; ও আমার বাসাতেও আসতো, একসঙ্গে ডিনার করতাম।”

কিন্তু মেসি পিএসজিতে যাওয়ার পরই এই সম্পর্কে চিড় ধরে। নেইমার মেসির সঙ্গে মিশছেন, বিষয়টি পছন্দ হতো না তার। নেইমারের ভাষায়, এমবাপ্পে আর্জেন্টাইন সুপারস্টারকে ‘কিছুটা ঈর্ষা করতো’। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বক্তব্য, “আমরা (এমবাপ্পের সঙ্গে) কয়েক বছর খুব ভালো জুটি ছিলাম। কিন্তু মেসি আসার পর সে কিছুটা ঈর্ষান্তিত হয়ে গেল। সে আমাকে কারও সঙ্গে আলাদা করতে চাইছিল না। এবং এরপরই কিছু লড়াই হলো, তার ব্যবহারে পরিবর্তন আসলো।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত