Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

মেসি-নেইমার-সুয়ারেসকে নিয়ে আবার ‘এমএসএন’ হচ্ছে?

msn-4
[publishpress_authors_box]

লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমার- লাতিন আমেরিকার তিন তারকাকে নিয়ে বার্সেলোনা গড়েছিল ভয়ঙ্কর আক্রমণভাগ। ইউরোপিয়ান মিডিয়া যার নাম দিয়েছিল ‘এমএসএন’। অনেকের বিচারে এটি ফুটবল ইতিহাসের সেরা ফরোয়ার্ড লাইনআপ। তাদের গোলের পরিসংখ্যান সেটিরই প্রমাণ দেয়। নেইমার বার্সেলোনা ছাড়ায় ভেঙে যায় ‘এমএসএন’। এখন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডই আবার নতুন করে ‘এমএসএন’ গড়ার সম্ভাবনার কথা বলছেন।

২০১৭ সালে ট্রান্সফারের নতুন বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিয়েছিলেন নেইমার। তিনি চলে যাওয়ায় ভেঙে যায় বার্সেলোনার গড়া শক্তিশালী আক্রমণভাগ। সময়ের পালাবদলে একটা সময় মেসি ও সুয়ারেসও ছেড়েছেন কাতালান ক্লাবটি। তবে এই দুজন আবার একসঙ্গেও হয়েছেন। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার একবছর পর সেখানে নাম লেখান সুয়ারেস।

অর্থাৎ, নেইমার মায়ামিতে চলে এলেই নতুন করে গড়া হবে ‘এমএসএন’। সেই সম্ভাবনা আছে কিনা, নেইমারের কাছে জানতে চেয়েছিল আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন। আল হিলাল ফরোয়ার্ড বলেছেন, “অবশ্যই মেসি ও সুয়ারেসের সঙ্গে আবার খেলতে পারাটা দারুণ ব্যাপার হবে। তারা আমার বন্ধু। আমাদের একজন আরেকজনের সঙ্গে কথা হয়। এই ত্রয়ীকে পুনরুজ্জীবিত করাটা মজার ব্যাপার হবে।”

তাহলে কি শিগগিরই মেসি ও সুয়ারেসের সঙ্গে খেলতে দেখা যাবে নেইমারকে? ব্রাজিলিয়ান তারকা এবার বললেন, “আমি আল হিলালে ভালো আছি। সৌদি আরবে ভালো সময় যাচ্ছে আমার, তবে কে জানে ভবিষ্যৎ। ফুটবল তো চমকে ভরা।”

২০২৩ সালে পিএসজি ছেড়েছেন নেইমার। এমন সময় তার ক্লাব ছাড়ার খবর আসে, যখন মেজর লিগ সকারের দলবদলের জানালা বন্ধ হয়ে গেছে। ওই সময়কার অবস্থা নেইমার তুলে ধরেছেন এভাবে, “যখন আমার প্যারিস সেন্ত জার্মেই ছাড়ার খবর বাইরে এলো, সেসময় যুক্তরাষ্ট্রে দলবদলের জানালা বন্ধ হয়ে গেছে। সুতরাং আমার কোনও পথ খোলা ছিল না। যে প্রজেক্ট আমাকে (সৌদি আরবে) দেওয়া হয়, সেটা খুবই ভালো ছিল; আর সেটা শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও। ফলে সৌদি আরব ছিল আমার সবচেয়ে সেরা বিকল্প।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত