আজীবনের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বহিষ্কার হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে রোববার এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সমিতির সহ-সভাপতি ও অভিনেতা ডিএ তায়েব।
তিনি জানান, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে ‘মনগড়া’ বিবৃতি প্রদান এর প্রেক্ষিতে কমিটির দেয়া কারণ দর্শানো নোটিশের কোন উত্তর দেননি নিপুণ। তাই তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গেল বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করে একটি বিবৃতি দেন নিপুণ। করেন। পরদিন সামাজিক মাধ্যমে সেটি শেয়ারও করেছিলেন তিনি। পোস্টটি তখন ব্যাপক সমালোচিত হয়।
গত বছর ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় নিয়মবহির্ভূতভাবে প্যাড ব্যবহারের বিষয়টি মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটিতে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
গেল ১০ জানুয়ারি বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার সময় নিপুণকে সিলেট বিমান বন্দরে আটকে দেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।