অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ নাকচ করে দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা অপপ্রচার, সত্য নয়।
রবিরার রাতে লন্ডনে রয়েল রিজেন্সি হলে ন্যাশনাল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভয়েস অব আমেরিকার সাম্প্রতিক এক জরিপের তথ্য তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, “ওই জরিপ বলছে, আগের চেয়ে সংখ্যালঘু জনগোষ্ঠী দেশে শান্তিতে আছে, স্বস্তিতে আছে।”
এবারের দুর্গাপূজায় কোনও বিশৃঙ্খলা হয়নি দাবি করে খালিদ হোসেন বলেন, “দুর্গাপূজার জন্য আমাদের সরকার চার কোটি টাকা দিয়েছে। আগে ২/৩ কোটি টাকা দেওয়া হতো।
“শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মের মানুষ এবার দুর্গাপূজা উদযাপন করেছে। কোনও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। হিন্দু নেতারাও শান্তিতে উৎসব পালনের কথা বলেছেন।”
দেশের শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের মানুষের মূল্যবোধের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বেশ কিছু পরামর্শ দিয়েছি শিক্ষা ব্যবস্থাকে আমাদের মূল্যবোধের উপযোগী করে তোলার জন্য, যাতে আমরা আমাদের ঐতিহ্য লালন করতে পারি।”
হজ ব্যবস্থাপনায় খরচ প্রায় ১ লাখ ১০ হাজার টাকা কমানো হয়েছে জানিয়ে তিনি বলেন, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে হজ পালনের লক্ষ্যে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।