Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

ডেঙ্গু : মৃত্যুহীন ২৪ ঘণ্টায় শুরু নতুন বছর

Dengue-Mugda-Hospital-2
[publishpress_authors_box]

ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টা দিয়ে শুরু হলো ২০২৫ সাল। যদিও এদিনে মশাবাহিত এ রোগে আক্রান্ত ৮৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।

বছরের প্রথম দিনে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, আগের দিন সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ দিনে কারও মৃত্যু হয়নি।

হাসপাতালে ভর্তি হওয়া ৮৬ জনের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন আর উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন। বরিশাল বিভাগের হাসপাতালে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, ময়মনসিংহ ও খুলনা বিভাগের হাসপাতালে চারজন করে, রাজশাহী বিভাগে পাঁচজন আর সিলেট বিভাগের হাপসাতালে ভর্তি হয়েছে একজন।

অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন আর মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত