Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

ভারতের সঙ্গে কোনও গোপন চুক্তির বিষয়ে জানা নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম। ছবি : বাসস
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম। ছবি : বাসস
[publishpress_authors_box]

ভারতের সঙ্গে বাংলাদেশের কোনও গোপন চুক্তির বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম একথা বলেন।

ভারতের সুসম্পর্কের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দুই দেশের মধ্যে অনেক অসম ও গোপন চুক্তি করেছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বিএনপিসহ বিরোধী দলগুলো। যার সঙ্গে একমত বিভিন্ন পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনও।

সবশেষ গত শনিবারও জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ট্রানজিট, বিদ্যুৎ-জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অসম চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশের ওপর আধিপত্য সৃষ্টি করেছে। তাদের সেই আধিপত্য রুখতে সব কটি চুক্তি সরকারকে প্রকাশ করতে হবে ও দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো বাতিল করতে হবে।

ব্রিফিংয়ে সাংবাদিকরাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে জানতে চান, ভারতের সঙ্গে সমস্ত চুক্তি পর্যালোচনা হবে কিনা। দেশটির সঙ্গে বাংলাদেশের কোনও গোপন চুক্তি আছে কিনা।

জবাবে রফিকুল আলম বলেন, “ভারতের সঙ্গে কোনও গোপন চুক্তি সম্পর্কে আমি অবগত নই।”

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে যেসব দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে তা করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা। এসব মন্ত্রণালয় ও সংস্থা যদি চুক্তি পর্যালোচনার প্রয়োজনীয়তা অনুভব করে, তবে তারা সে অনুযায়ী কাজ করতে পারে।

এসব চুক্তি জনসম্মুখে প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, “ভারতের সঙ্গে সব চুক্তির তথ্যই প্রকাশ্যে আছে। আপনারা চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখতে পারেন।”

এসময় ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। তাকে দেশটির নাগরিকত্ব দেওয়া হয়েছে কিনা, তাও ছিল জিজ্ঞাস্য।

জবাবে রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা সে সম্পর্কে কোনও তথ্য আমাদের কাছে নেই। দেশটিতে তিনি কোন মর্যাদায় আছেন তা ভারত সরকারের এখতিয়ারের বিষয়।

ছাত্র-গণআন্দোলনের মুখে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছাড়ার পর থেকে এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি দিল্লিতে ভারত সরকারের দেওয়া বাড়িতেই নিরাপত্তার সঙ্গে বাস করছেন। কিন্তু তিনি কোন মর্যাদায় রয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি ভারতের কোনও কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত