Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

বিএনপির জোর শুধু মুখে : কাদের

kader-02
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে আবার প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “বিএনপি বড় বড় কথা বলে। বিএনপি নেতাদের আন্দোলনে জোর নেই, যতটা জোর মুখের বিষে।”

দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।

এদিনই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে নয়া পল্টনে সমাবেশ করে বিএনপি। সেখানে সরকারকে হুঁশিয়ার করে বক্তব্য রাখেন দলটির নেতারা।

বিএনপির আন্দোলনের হুমকিকে আওয়ামী লীগ বিচলিত নয় দাবি করে কাদের বলেন, “আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। আমাদের জন্ম জনতার মাঝ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলকারী দল নই। জনগণকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে।”

বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির নতুন কর্মসূচির নাম ‘মেড ইন লন্ডন’। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে। একজন গেল, আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এ ফরমানে ফখরুল ইসলাম, গয়েশ্বর বাবু কোথায় যান? কেউ জানে না।”

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “এ দেশের যা কিছু অর্জন, যা কিছু এই দেশ পেয়েছে, সব আওয়ামী লীগের হাত ধরে। দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া রয়েছে।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সমাবেশে বলেন, “লন্ডনে বসে বিএনপির দুর্নীতিবাজ চেয়ারম্যান দেশে অরাজকতা করছে। দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে।”

আওয়ামী লীগে কেউ অপকর্ম করলে তারও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে তিনি ্বলেন, “আওয়ামী লীগে যদি কোনও আবর্জনা-আগাছা হাজির হয়, তবে তা আমরা উপড়ে ফেলব। আগাছামুক্ত আওয়ামী লীগ গড়ব। দুর্নীতিবাজদের আমরা কখনোই আশ্রয়-প্রশ্রয় দিইনি, কখনোও দেব না।”

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজি ও সাঈদ খোকন বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত