বাংলাদেশের মেয়েদের শুরুটা ছিল আশা জাগানিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০ ওভার শেষে স্কোর ছিল ১ উইকেটে ৪৯ রান। একটা পর্যায়ে স্কোর ছিল ৩ উইকেটে ৯৪।
সেখান থেকে হঠাৎ ধসে ৪৩.৫ ওভারে বাংলাদেশ অলআউট ১১৮ রানে! শেষ ৭ উইকেট ২৪ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এত অল্প রানের পুঁজি নিয়ে ওয়ানডেতে লড়াই করা যায় না। পারেনি বাংলাদেশও। গুরুত্বপূর্ণ ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতল ৮ উইকেটে। ২৭.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে এই ম্যাচটা জিততেই হত বাংলাদেশকে। অথচ অসহায় আত্মসমর্পণে পূরণ হল না স্বপ্নটা। বাংলাদেশকে পেছনে ফেলে সরাসরি বিশ্বকাপ খেলবে এখন নিউজিল্যান্ড। আর নিগার সুলতানার দলকে খেলতে হবে বাছাইপর্ব।
এ বছর নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে। ২৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ। ২৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে নিউজিল্যান্ড। পয়েন্ট সমান হলেও কিউইদের টপকাতে পারেনি বাংলাদেশ, এজন্য জিততে হত শেষ ম্যাচটা। শুক্রবার সেই ম্যাচেই হেরে বসে নিগার সুলতানার দল।
নারী বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত। বাংলাদেশকে হারানোয় ১৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে অষ্টমস্থানে। তাদেরও সরাসরি খেলা হল না বিশ্বকাপে, মানে বাংলাদেশকে নিয়েই ডুবল ক্যারিবিয়ান মেয়েরা।
বাংলাদেশের স্বপ্নটা ভাঙেন কারিশমা রামহারাক। ১২ রানে ৪ উইকেট নেন তিনি। শারমিন আকতার করেছিলেন ৩৭ রান। এছাড়া সোবহানা মোস্তারি ২৫ আর ফারজানা হক করেন ২২ রান।
জবাবে কোয়াইনা জোসেপের ৩৯ আর দিয়ান্দ্রা দোতিনের ৩৩*-এ ৮ উইকেটের সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ১টি করে উইকেট মারুফা আকতার ও নাহিদা আকতারের।