Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

মিসরীয় ‘যুবরাজের’ হ্যাটট্রিক, ইনজুরিতে হলান্ড

h8
[publishpress_authors_box]

মোহাম্মদ সালাহর অধ্যায় শেষ হতে চলেছে ইংল্যান্ডে। চুক্তি নবায়ন না করলে লিভারপুলে এটাই তার শেষ মৌসুম। একের পর এক রেকর্ড গড়ে ইংল্যান্ডে মিসরের রাজা হয়েই অবশ্য থাকবেন সালাহ। মিসরের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকের কীর্তিটাও সালাহর।

সালাহর বিদায়ের শঙ্কার মাঝে ইংল্যান্ডে আবির্ভাব আরেক মিসরীয়র। তিনি ম্যানচেস্টার সিটির ২৬ বছর বয়সী ফরোয়ার্ড ওমর মারমুশ। শীতকালীন দলবদলে ৫ কোটি ৯০ লাখ পাউন্ডে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো এই তরুণ তৃতীয় ম্যাচেই করলেন হ্যাটট্রিক। নিউক্যাসলের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে মারমুশ গোল তিনটি করেছেন ১৯, ২৪ ও ৩৩ মিনিটে।

সালাহর পর মিসরের প্রথম কোন খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করলেন ওমর মারমুশ।

সালাহর পর মিসরের প্রথম কোন খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করলেন তিনি। সালাহ মিসরের ‘রাজা’ হলে হ্যাটট্রিকে আগমনী বার্তা দেওয়া মারমুশকে ‘যুবরাজ’ বলাই যায়। হ্যাটট্রিকের পর তিনি বললেন, ‘‘এখন মনে হচ্ছে অবশেষে আমি ম্যানসিটিতে এসেছি, যা বিশ্বের অন্যতম বড় ক্লাব।’’ চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও এমন বিধ্বংসী ফর্মে থাকা মারমুশকে চাইবেন গার্দিওলা।

মিসরের সালাহর সঙ্গে মারমুশের মিল আছে যথেষ্টই। গতি, ড্রিবলিং , উইঙ্গার-স্ট্রাইকার দুই ভূমিকাতেই খেলার সামর্থ্য আর শান্ত থাকার গুণাবলি দুজনের একই। তবে তার মা-বাবা কানাডীয়। এজন্য শৈশবের ছয় বছর সেখানেই কেটেছে। পরে কায়রোতে ফিরে বেড়ে উঠেছেন সেখানে। ফুটবল শিখেছেন ওয়াদি দেগলা যুব একাডেমিতে।

ম্যানসিটি যখন গোল পাচ্ছিল না তখন পেপ গার্দিওলা খুঁজছিলেন একজন স্ট্রাইকার। উল্ফসবার্গ, সেন্ট পাউলি, স্টুটগার্ট হয়ে ফ্রি এজেন্ট হিসেবে ফ্রাঙ্কফুর্টে যোগ দেওয়া মারমুশকে নিয়ে গার্দিওলা বললেন, ‘‘আমি জার্মানিতে যোগাযোগ করলাম। সেখানে কিছু বন্ধু আছে। তমারমুশ সম্পর্কে জিজ্ঞেস করলে ওরা ভালো কথা বলেছে। ও বয়সেও তরুণ, যে নিজের ক্যারিয়ার গড়তে চায়। সব মিলিয়েই মারমুশকে আনার সিদ্ধান্ত নেয় ক্লাব।’’

মারমুশের হ্যাটট্রিকের প্রথম অ্যাসিস্টটা ছিল গোলরক্ষক এদেরসনের। তাতে মাইলফলকে নাম লিখিয়েছেন এই ব্রাজিলিয়ান। প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ৬ গোলে সহায়তা করা গোলরক্ষক এখন এদেরসন।

এই ম্যাচে সিটির হয়ে প্রথমবার নেতৃত্ব দিয়েছেন আার্লিং হলান্ড। তবে চোটের জন্য মাঠ ছাড়তে হয় তাকে। সেই চোট গুরুতর নয় বলে জানালেন পেপ গার্দিওলা, ‘‘আরও ১০ বছর সিটিতে থাকবে হলান্ড। কখনও না কখনও নেতৃত্ব নিতেই হবে, যাত্রাটা শুরু হল এই ম্যাচে। ওর চোট নিয়ে ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, গুরুতর নয় এটা।’’

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ৮১ ও ৮৭ মিনিটে  মিকেল মেরিনোর জোড়া গোলে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল তারা। ২৪ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৭। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত