Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

এই দিনে : অনিল কুম্বলের ১০ উইকেটের রজত জয়ন্তী

১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের সবগুলোই নিয়েছিলেন অনিল কুম্বলে।
১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের সবগুলোই নিয়েছিলেন অনিল কুম্বলে।
[publishpress_authors_box]

স্টেডিয়ামের নাম বদলে গেছে। দিল্লির ফিরোজ শাহ কোটলা এখন অরুণ জেটলি স্টেডিয়াম। তবে ২৫ বছর আগের অনিল কুম্বলের সেই কীর্তি এখনও অমলিন।

 ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি দিল্লি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটই নিয়েছিলেন কুম্বলে। সেই কীর্তির রজত জয়ন্তীতে আজ (বুধবার) ভারতীয় ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে কুম্বলের উইকেট নেওয়ার ভিডিও।

ক্রিকেট ইতিহাসেই এমন কীর্তি আছে তিনটি। প্রথমটি ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জিম লেকারের। ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।

দ্বিতীয় কীর্তিটি অনিল কুম্বলের। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে ১০ উইকেট নেন এই ভারতীয় স্পিনার। এরপর ২০২১ সালে মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে ১১৯ রানে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল নেন ১০ উইকেট।

১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ব্যাট করতে নেমেছিল ৪২০ রানের জয়ের লক্ষ্যে। সাইদ আনোয়ার ও শহীদ আফ্রিদি ওয়ানডের মত খেলে উদ্বোধনী জুটিতে ২৪ ওভারে করেন ১০১ রান।

এরপরই কুম্বলের ঘূর্ণিতে বদলে যায় ম্যাচের ছবি। শুরুটা করেন আফ্রিদিকে উইকেটের পেছনে নয়ন মুঙ্গিয়ার ক্যাচ বানিয়ে। বিনা উইকেটে ১০১ করা পাকিস্তান অলআউট হয়ে যায় ২০৭ রানে।

কুম্বলে ৯ উইকেট নেওয়ার পর ক্রিজে ছিলেন পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। কুম্বলের রেকর্ডের জন্য জাভাগাল শ্রীনাথ বল করছিলেন অফস্টাম্পের অনেক বাইরে, যেন কেউ আবার ক্যাচ না তুলে দেন!

শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। ওয়াসিম আকরামকে ভিভিএস লক্ষ্মণের ক্যাচ বানিয়ে দশে দশ পূরণ করেন কুম্বলে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত