ঢাকাসহ সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও এ অভিযানসহ অন্যান্য মামলা ও ওয়ারেন্টভূক্ত মোট ১ হাজার ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনায় অন্যান্য মামলা এবং ওয়ারেন্টভূক্ত ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৯১ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টভূক্ত গ্রেপ্তার ১০৯৫ জন গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল ১টি, চায়না রাইফেল ১টি, এলজি ২টি, ওয়ান শুটারগান ৪টি, ম্যাগজিন ১টি, গুলি ৩ রাউন্ড, কার্তুজ ১৭ রাউন্ড, ককটেল ২০টি, ছুরি ৬টি, তলোয়ার ১টি, হাতুড়ি ১টি, গুটি রেঞ্জ ১টি, প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, লোহার পাইপ ২টি, কাটার ১টি ও ৩টি কিরিচ উদ্ধার করা হয়েছে।
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ‘সন্ত্রাসীদের’ আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ডেভিল হান্ট’।
শনিবার রাত থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হয় বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।