Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

সালমান এফ রহমানদের ৫৯ বিঘা জমি জব্দের আদেশ

সালমান এফ রহমান
সালমান এফ রহমান
[publishpress_authors_box]

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান ফজলুর রহমান ও ভাই এ এস এফ রহমানের নামে থাকা ১ হাজার ৯৬৭ শতাংশ বা ৫৯ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব স্থাবর সম্পদের বাজার মূল্য ৯ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত গত ১৩ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে এই আদেশ দেয়। এসব সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান।

আদালত সূত্রে জানা গেছে, সালমান এফ রহমান, তার ছেলে শায়ান ফজলুর রহমান, ভাই এ এস এফ রহমানের নামে থাকা ৬৮টি স্থাবর সম্পদ জব্দ চেয়ে আবেদন করে সিআইডি। আদালত শুনানি নিয়ে এসব সম্পদ জব্দের আদেশ দেয়। 

সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান ফজলুর রহমানের নামে থাকা যেসব সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে সেগুলো দোহার এলাকায় অবস্থিত। এসব সম্পদের মধ্যে অন্তত ৬০টি সম্পদ শায়ানের নামে নিবন্ধিত।

ওই অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমানকে। তারপর হত্যাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত