সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এবং তার স্ত্রী ফৌজিয়া ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছে।
দুদকের পক্ষে কমিশনের উপ-সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ তাদের আয়কর নথি জব্দের আবেদন করেন।
২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে কুমিল্লা- ৯ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তাজুল ইসলাম। গণআন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক।
তাজুল ইসলামের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকার সম্পদের মালিক হওয়ার এবং ৩৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ৭৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৪৩৯ টাকা জমা ও ৬৬ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৬৭৮ টাকা হস্তান্তরের অভিযোগে মামলা রয়েছে। মামলা তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
ফৌজিয়া ইসলামের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ৬ কোটি ৯০ লাখ দুই হাজার চার টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার এবং ওই সম্পদ অর্জনে তাজুলের সহায়তা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলায় ফৌজিয়ার ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজান ২০৩ টাকা জমা ও ১৩ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৯৭৫ টাকা হস্তান্তরের অভিযোগও করা হয়েছে। মামলা তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন।