দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা বেড়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে এসব নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে এই নির্দেশ দিয়েছেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন।
সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশ দেন তিনি।
সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
অতিরিক্ত আইজিপি অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, “অবৈধ অস্ত্রধারীদেরকে কোনও ধরনের ছাড় দেওয়া যাবে না।”
পলাতক আসামি গ্রেপ্তারে ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে বলেন।
মো. আকরাম হোসেন বলেন, “থানায় আগত সেবা প্রত্যাশীদের তাদের কাঙ্খিত সেবা প্রদানের ক্ষেত্রে কোনও ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদেরকে আরও নিষ্ঠাবান হতে হবে।”
সভায় আলোচ্য তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।