লস অ্যাঞ্জেলেস শহরের দাবানল আজও না থামায়; অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণার তারিখ দ্বিতীয় দফায় পিছিয়ে দেওয়া হয়েছে।
হলিউড রিপোর্টার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি অস্কারের মনোনয়ন ঘোষণার তারিখ নতুন করে নির্ধারিত হয়েছে।
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র পুরস্কারের জন্য সিনেমা, নির্মাতা ও অভিনয় শিল্পীদের নাম জুরিরা ঠিক করে থাকেন বছরের শুরুতে। কিন্তু আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রি ও বিনোদন জগতের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেসের দাবানল সে কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে।
একাডেমির সিইও বিল ক্রামার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং এক যৌথ বিবৃতিতে বলেন, “আগুনের প্রভাবে এবং আমাদের চলচ্চিত্র এবং শিল্প সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একাডেমি সবসময়ই চলচ্চিত্র শিল্পের সঙ্গে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আছে এবং আমরা বিপর্যয় মোকাবিলায় একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তারা বলেন, “লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। তাই আমরা মনে করি আমাদের ভোটের সময়কাল বাড়ানো প্রয়োজন। তাই আমাদের মনোনয়ন ঘোষণার তারিখ পরিবর্তন করা হয়েছে।”
আগামী ২মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। কথা ছিল ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা দেওয়া হবে। কিন্তু গত ৭ জানুয়ারি দাবানল ভয়াবহ মাত্রায় পৌঁছুলে, প্রথম দফায় দুই দিন পিছিয়ে মনোনয়ন ঘোষণা ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়।
হলিউড রিপোর্টার বলছে, ২৩ জানুয়ারি মনোননয় ঘোষণাকে সামনে রেখে অ্যাকাডেমির সদস্যদের ভোটদানের শেষ তারিখ ঠিক করা হয়েছে ১৪ জানুয়ারি।