বছর শেষে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী ঐশী।
বছরজুড়ে সলো কিংবা প্লে-ব্যাক, শো আর কনসার্টে জনপ্রিয় এ শিল্পী শ্রোতাদের জন্য নতুন বছরের উপহার হিসেবে এনেছেন নতুন গান ‘বাজার ভালো না’।
চলতিবছর ভিকি জাহেদের পরিচালনায় টিকিট ওয়েব সিরিজে ঐশীর মন ভালা না গানটি মুক্তি পায়। এই গান নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন ঐশী।
নিজের বিবেচনায় মন ভালা না ২০২৪ সালে তার গাওয়া ‘সেরা গান’ বলেও মন্তব্য করেন তিনি। ফোক-রক ফিউশন ওই গানের ধারাবাহিকতায় একই ঢঙে নতুন গান এলো বাজার ভালা না।
নতুন বছরের নতুন গান নিয়ে ঐশী বলেন, “এ পর্যন্ত শ’খানেক গান আমি করেছি। আমার শ্রোতারা সবসময় আমাকে যেভাবে শুনে এসেছেন, ফোক গাইলে ফোক, মর্ডান কিংবা রক গাইলে ঠিক তেমনই।
“ফিউশন খুব একটা করা হয়ে ওঠেনি। মন ভালা না করার পর খুব মজা পেয়েছি। তাই এই ঘরানার আরেকটি গান করতে ইচ্ছে হল।”
গানটির কথা, সুর এবং সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
ঐশী বলেন, “আমাদের বর্তমান সমাজে কিছু বাস্তব নেতিবাচক দিককে গানে গানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন মার্সেল ভাই।
“গানে মজার একটা র্যাপ পার্ট ছিল। আমিই করেছি সেটা। মজার কিছু এক্সপ্রেশান ছিল। এ গানের মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি।”
ঐশীর সঙ্গে গানের ভিডিওতে কাজ করেছেন তারই জীবনসঙ্গী মডেল আরেফিন জিলানী।
এই গানের ভিডিও নির্মাণে কোনো ‘ডিরেক্টর ছিল না’ বলে জানালেন ঐশী। ‘সবাই মিলে পরিকল্পনা করে নিজেদের পরিচালনায়’ নির্মাণ হয়েছে গানের ভিডিওটি।
গানে রাজ্জাক দেওয়ানের বহুল ‘পিরিতের বাজার ভালো না’ গানের কথাটি জুড়ে দেওয়া হয়েছে।
শ্রোতাদের জন্য ঐশীর বার্তা হলো, নতুন গানের উদ্দীপনায় শুরু হোক নতুন বছর।
২০২১ সালের শেষে মুক্তি পাওয়া দুষ্টু পোলাপাইন গানের তুমুল হিট হওয়ার ক্ষণ মনে করে তিনি বলেন, “বছরের শেষে একটি ভালো গান আসলে সে গানটার ভাইব দিয়ে নতুন বছরটা দারুণ কাটতে পারে। সে চিন্তা থেকেই এ গানটি মুক্তি দেওয়া।
“আমার মনে হয়, দুষ্টু পোলাপাইন গানের মতো শ্রোতাপ্রিয়তা নিয়েই বাজার ভালা না গানে আমার নতুন বছর ভালো কাটবে। তাছাড়া আরও ভালো ভালো কাজ করতে চাই। সবার পছন্দের শিল্পী হয়েই থাকতে চাই বরাবরের মতো।”
মঙ্গলবার সন্ধ্যায় গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ঐশী এক্সপ্রেস’ চ্যানেলে। ঐশীর ফেইসবুক পাতাতেও গানের ভিডিও পোস্ট করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অডিও প্লাটফর্মেও থাকছে এই গান।