Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

নারীর জন্য শান্তিবাড়িতে প্রদর্শনী

‘আমার ওই চেতনার রঙে’ শিরোনামে প্রদর্শনী আয়োজন করেছে শান্তিবাড়ি
‘আমার ওই চেতনার রঙে’ শিরোনামে প্রদর্শনী আয়োজন করেছে শান্তিবাড়ি
[publishpress_authors_box]

নারীর জন্য নারীর আঁকা চিত্রকর্ম নিয়ে শান্তিবাড়ি আয়োজন করেছে প্রদর্শনী।

৮ মার্চ ঢাকার লালমাটিয়াতে ‘আমার ওই চেতনার রঙে’ শিরোনামে প্রদর্শনী শুরু হয়  শান্তিবাড়ির ফ্রিদা কাহলো গ্যালারিতে।

১৫ জন নারী চিত্রশিল্পীর আঁকা চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী জামাল আহমেদ এবং নাট্যজন ও সংগীতশিল্পী শম্পা রেজা।

তিন দিনের এই প্রদর্শনী শুরু হয় মঙ্গলদ্বীপ জ্বালিয়ে এবং রবীন্দ্রসংগীত গেয়ে।

এই প্রদর্শনীতে ১৫ জন চিত্রশিল্পীর আঁকা ৩০টি শিল্পকর্ম রয়েছে।

অ্যাক্রিলিক, জলরং, তেলরং এবং মিশ্র মাধ্যমে  ‘নারীসত্তার প্রকাশ ও আত্মপলব্ধি’ হয়েছে তাদের আঁকার বিষয়বস্তু।

এ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ ও শান্তিবাড়ির উপদেষ্টা ডা. হেলাল উদ্দীন আহমেদ বলেন, “চিত্রকলা এখনও মনের আবেগ, চিন্তা প্রকাশের শ্রেষ্ঠ উপায় এবং মনের সুস্থতার জন শিল্প খুব শক্তিশালী মাধ্যম।”

নারী দিবসে এই উদ্বোধনী আয়োজনে আসা শম্পা রেজা বলেন, “নারীকে নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখতে হবে। নারীর ক্ষমতা অসীম।”

“… নারী ও পুরুষ আলাদা করে দেখার সময়ও আর নেই। মানুষ হিসেবে নিজের সামর্থ প্রমাণ করতে হবে।”

১০ মার্চ বিকাল ৩টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে তিন দিনের এই প্রদর্শনী।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত