গেম প্লে’র আয়োজনে হওয়া দ্বিতীয় অ্যাম্বাসি কাপ ক্রিকেট কার্নিভালের নতুন চ্যাম্পিয়ন পাকিস্তান হাই কমিশন। টুর্নামেন্টের ফাইনালে যুক্তরাষ্ট্র হাই কমিশনকে ৬১ রানে হারিয়ে শিরোপা জিতেছে তারা।
দুইদিনের উৎসব মুখর এই আয়োজনের শেষটাও হয়েছে উৎফুল্লতায়। টুর্নামেন্ট শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট উইং সচিব ড. মো: নজরুল ইসলাম রানার্সআপ যুক্তরাষ্ট্র ও চ্যাম্পিয়ন পাকিস্তান দলকে পুরস্কার তুলে দেন।
১০ ওভারের ফাইনালে পাকিস্তান আগে ব্যাট করে ২০৩ রান তোলে। জবাবে যুক্তরাষ্ট্র ১৪২ রানে থামে। এ নিয়ে টানা দ্বিতীয়বার এই আসরের রানার্সআপ হলো যুক্তরাষ্ট্র। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।
ফাইনাল শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট উইং সচিব নজরুল ইসলাম আশা প্রকাশ করেছেন এমন আয়োজন আগামীতেও করার। তিনি বলেছেন, “গেম প্লেকে এমন আয়োজন করার জন্য অভিনন্দন। এছাড়া সকল পৃষ্ঠপোষকদেরও এই আয়োজনের সঙ্গে থাকায় ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনের মাধ্যমে অ্যাম্বাসি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। আমরা এমন আয়োজন অব্যাগত রাখার চেষ্টা করবো। আমি বসুন্ধরা ও ডেইলি সানকে এত সুন্দর মাঠ ও বিসিবিকে ক্রিকেটের জন্য উপযোগী উপকরণ দিয়ে সাহায্য করায় ধন্যবাদ জানাচ্ছি।”
এই টুর্নামেন্টে মোট ১৪টি অ্যাম্বাসি, হাই কমিশন, আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধিত্ব করছে স্বাগতিক বাংলাদেশের। ভারত-পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটিশ, মালয়েশিয়া হাই কমিশন, নরডিক দেশগুলোর মধ্যে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে মিলিত ভাবে একটি দল, ইউনাইটেড নেশন, ইউএনওপিএস, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক ও ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (ইরি) থাকছে।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইডিশ অ্যাম্বাসি কনসুলার পার ইকগ্রেন, ডেপুটি হাই কমিশন, পাকিস্তান মোহাম্মদ ওয়াসিফ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি ডালটন স্যানরস, রেজাউল করিম লোটাস, এডিটর ডেইলি সান, দি ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজাল স্টেফান মাসি, বসুন্ধরা গ্রুপের এজিএম এ আর মল্লিক রনি, ব্রাদার্স ফার্নিচারের হেড অব মার্কেট সেলস মো: কামাল হোসেন, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলুশনসের চিফ টেকনোলজি অফিসার মো: সোলাইমান রাসেল, ব্যাক ইন মোশন এর চিফ মেডিক্যাল কনসালটেন্ট অ্যান্ড এমডি ডা. মো: আবদুল্লাহ ইউসুফ, টিকে গ্রুপের হেড অব ব্র্যান্ড ইব্রাহীম খলিল ও গেম প্লে’র সিইও মাকসুম উল হোসেইন।
এই টুর্নামেন্টের হসপিটালিটি পার্টনার ঢাকার ওয়েস্টিন হোটেল। পৃষ্ঠপোষকতা করছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্রাদার্স ফার্নিচার, সামসুল আরেফিন রিয়াল এস্টেট, সেভেন রিংস সিমেন্ট, ইস্পাহানি মির্জাপুর টি, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন, সুখী, কনকর্ড, হাসান জুয়েলার্স।
এছাড়া ভেন্যু পার্টনার ডেইলি সান, বেভারেজ পার্টনার পুষ্টি ড্রিংকিং ওয়াটার, রিফ্রেশমেন্ট পার্টনার নেসক্যাফে, প্রিন্ট মিডিয়া পার্টনার দি বাংলাদেশ টুডে, ফিজিও পার্টনার ব্যাক ইন মোশন, মেন্টাল ওয়েলবিইং পার্টনার নিরভানা।
গেম প্লের এর আগে অ্যাম্বাসি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। এবার দ্বিতীয়বারের মতো অ্যাম্বাসি ক্রিকেট কাপ আয়োজন করেছে গেম প্লে।