Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বিজিএমইএ প্রশাসকের সঙ্গে পাকিস্তানের দূতের সাক্ষাৎ

ss-pakistan and bgmea-61224
[publishpress_authors_box]

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ।

শুক্রবার ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে হওয়া এই বৈঠকে তারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিশেষ করে গার্মেন্টস ও টেক্সটাইল খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আনোয়ার হোসেন বিশ্বে বস্ত্র উৎপাদনে পাকিস্তানের শক্তিশালী উপস্থিতি এবং পোশাক উৎপাদনে বাংলাদেশের শীর্ষস্থানীয় অবস্থান তুলে ধরে দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে বের করার ওপর জোর দেন।

তিনি বাংলাদেশের বস্ত্র শিল্পে টেকসই মান উন্নয়ন এবং নতুন নতুন উদ্ভাবনে বিজিএমইএর চলমান প্রচেষ্টাগুলোও তুলে ধরেন।

রাষ্ট্রদূত মারুফ দুই দেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পোশাক শিল্পের প্রবৃদ্ধিতে সহায়তায় পাকিস্তানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে বিজিএমইএর সাপোর্ট কমিটির সদস্য রেজওয়ান সেলিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত