Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বল গড়ানোর আগেই পরিত্যক্ত

photo
[publishpress_authors_box]

রাওয়ালপিন্ডিতে কোন বল গড়ানোর আগেই পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে সান্তনার জয়ের দেখাও পেল না কোন দল। এবারের আসর তাই দুই দলের জন্যই চরম হতাশার হয়ে থাকল।

টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে হারের হতাশা ভুলতে চেয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আগের ম্যাচের মতো এই ম্যাচটিও পরিত্যক্ত হলো। এতে অবশ্য শূণ্য পয়েন্ট পাওয়া থেকে বেঁচে গেল দুই প্রতিপক্ষ। ম্যাচ মাঠে গড়ালে এক দলকে হারতেই হতো। তখন শূণ্য হাতেই টুর্নামেন্ট শেষ করার ব্যর্থতা সঙ্গী হতো।

এই ম্যাচকে বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের শেষ আইসিসি টুর্নামেন্ট ধরা হচ্ছিল। শেষ ম্যাচটিতে দুজন কেমন পারফরম করেন তা দেখার অপেক্ষা ছিল সবার। গত দুই ম্যাচে মুশফিকুর রহিম ও সর্বশেষ ম্যাচে মাহমুদউল্লাহর বাজে ব্যাটিং তাদের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছে।

তাই পাকিস্তানের বিপক্ষে তাদের ব্যাট হাসে কিনা সেদিকে চোখ ছিল সবার। মাহমুদউল্লাহ ও মুশফিকও অপেক্ষায় ছিলেন নিজেদের সেরাটা দেওয়ার। কিন্তু সেই সুযোগটাও তারা পেলেন না। আক্ষেপ নিয়েই শেষ হলো মুশফিক-মাহমুদউল্লাহর আইসিসি অধ্যায়।

এরপর ওয়ানডেতে আইসিসি আসর ২০২৭ এর বিশ্বকাপ। সেই পর্যন্ত এই দুজন যে বাংলাদেশ দলের অংশ থাকছেন না তা একপ্রকার নিশ্চিত।

দুই অভিজ্ঞ তারকার মতো বাংলাদেশ দলেরও চ্যাম্পিয়নস ট্রফি শেষ হলো হতাশায়। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে যাওয়া দলটি আর সব আইসিসি আসরের মতো ব্যর্থতা সঙ্গী করে দেশে ফিরবে।

বৃষ্টিতে যথাসময়ে টস হচ্ছে না রাওয়ালপিন্ডিতে

পাকিস্তান ও বাংলাদেশ দুই দলেরই চ্যাম্পিয়নস ট্রফি শেষ। ঘরের মাঠে চরম লজ্জা পাকিস্তানের জন্য। ২৯ বছর পর পাওয়া আইসিসি আসরে সবার আগে বিদায় নিশ্চিত হয় দলটির। এদিকে বড় আসরে একর পর এক ব্যর্থতার ধারাবাহিকতা রাখা বাংলাদেশের জন্যও লজ্জার শেষ নেই। দুই দলের জন্য তাই গ্রুপের শেষ ম্যাচটি একটু মাথা তুলে দাঁড়ানোর সুযোগ।

সেই সুযোগে আক্ষরিক অর্থে পানি ঢেলে দিচ্ছে বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে মেঘাচ্ছন্ন আবহাওয়া ও বুধবার রাতের বৃষ্টিতে যথাসময়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টস না হওয়া এক প্রকার নিশ্চিত।

এই মাঠে গত ম্যাচও পরিত্যক্ত হয়েছে। এতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলই ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট হারানোর ক্ষতির শঙ্কা নেই। তবে গত ম্যাচের মতো এবারও রাওয়ালপিন্ডিতে টসের আগেই ম্যাচ বাতিল হয়ে গেলে সান্তনা পুরষ্কারও মিলবে না কোন এক দলের।

বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকা ম্যাচটির টস হবে ২ টা ৩০ মিনিটে। কিন্তু ২ টা ১৫ মিনিটেও ছাতা হাতে আম্পায়ারদের মাঠ প্রদক্ষীণ করতে দেখা গেছে। অবশ্য দিনের শুরুর মতো জোড় বৃষ্টি নেই। তবে ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে রাওয়ালপিন্ডির আকাশ।

টস পিছিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ৫০ করে ১০০ ওভারের ম্যাচে কোপ পড়তে পাড়ে। শঙ্কা জাগছে লড়াই ছোট হয়ে যাওয়ার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত