Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ১৩ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান

আবার পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। ছবি: এক্স
আবার পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। ছবি: এক্স
[publishpress_authors_box]

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্ট হেরেছে পাকিস্তান। এই হারের হতাশার সঙ্গে পয়েন্ট হারানোর ধাক্কাও লেগেছে পাকিস্তান দলে। স্লো ওভার রেটের শাস্তি হিসেবে দলটির ৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সব মিলিয়ে ১৩ পয়েন্ট হারাল পাকিস্তান।

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র ভালো যায়নি পাকিস্তানের। ঘরের মাঠে তারা বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষেও খেয়েছে নাকানিচুবানি। যার প্রভাব পড়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। এমনিতেই পয়েন্ট নিয়ে তাদের টানাটানি, এর ওপর তিন দফা পেনাল্টি খেতে হয়েছে শান মাসুদদের।

এবারের চক্রে তৃতীয়বার পাকিস্তানের পয়েন্ট কাটা গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে। ১০ উইকেটে হারা এই টেস্টে ৫ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। নির্ধারিত সময়ে ৫ ওভার কম বল করেছিল পাকিস্তান। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, প্রত্যেক ওভারের জন্য ১ পয়েন্ট করে জরিমানা করা হবে। পাকিস্তান ৫ ওভার কম করায় ৫ পয়েন্ট কাটা গেছে। পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন অধিনায়ক শান মাসুদ। যেকারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১৩ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। প্রথমবার ২ পয়েন্ট হারিয়েছিল ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে। দ্বিতীয়বার ছিল সবচেয়ে বড় শাস্তি। গত বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ৬ পয়েন্ট হারিয়েছিল পাকিস্তান। আর নতুন বছরের প্রথম টেস্টে কাটা গেল ৫ পয়েন্ট।

তাতে পয়েন্ট টেবিলে অবস্থান আরও খারাপ হলো পাকিস্তানের। পয়েন্টের শতাংশ ২৭.৭৮ থেকে নেমে এসেছে ২৪.৩১-এ। আগের মতো এখনও অষ্টম স্থান ধরে রেখেছে তারা। তবে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের (২৪.২৪) সঙ্গে তাদের পার্থক্য খুবই সামান্য।

এই দল দুটিই কয়েকদিন পর মুখোমুখি হতে যাচ্ছে। করাচি ও মুলতানে হতে যাওয়া দুই ম্যাচের এই সিরিজ শেষে কোন দল সবার নিচে থাকে, সেটাই দেখার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত