Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

‘কিলার’ মিলারের পর লিন্ডে তাণ্ডবে পাকিস্তানের হার

ব্যাট হাতে ৪৮ রানের পর বল হাতে ৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের নায়ক জর্জ লিন্ডে। ছবি : ক্রিকইনফো
ব্যাট হাতে ৪৮ রানের পর বল হাতে ৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের নায়ক জর্জ লিন্ডে। ছবি : ক্রিকইনফো
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ডেভিড মিলারকে এমনিতেই বলা হয় ‘কিলার মিলার’। সেই বিধ্বংসী রূপটা দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার দেখালেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। ২৮ বলে ফিফটির পর থামলেন ৪ বাউন্ডারি ও ৮ ছক্কায় ৪০ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলে।

এরপর ডারবানে ঝড় তুললেন জর্জ লিন্ডে। তিন বছরের বেশি সময় পর দক্ষিণ আফ্রিকা দলে ফেরা এই অলরাউন্ডার খেললেন ২৪ বলে ৩ বাউন্ডারি ৪ ছক্কায় ৪৮ রানের ইনিংস। তাতে দক্ষিণ আফ্রিকা পায় ৯ উইকেটে ১৮৩ রানের পুঁজি। শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ নেন ৩টি করে উইকেট।

৪০ বলে ৮২ রানের পথে ডেভিড মিলারের একটি শট। ছবি : ক্রিকইনফো

জবাবে পাকিস্তান থামে ৮ উইকেটে ১৭২ রানে। দক্ষিণ আফ্রিকা পায় ১১ রানের জয়। ব্যাটের পর বল হাতে ২১ রানে ৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের জয়ের নায়ক জর্জ লিন্ডে। প্রত্যাবর্তনটা এর চেয়ে রঙিন হয়তো করতে পারতেন না আর। তিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২১ সালের জুলাইয়ে।

পাকিস্তানের হয়ে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬২ বলে ৭৪ আর সাইম আইয়ুব করেন ১৫ বলে ৩১। বাবর আজম আউট হয়েছিলেন ০ রানে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৮৩/৯ (মিলার ৮২, লিন্ডে ৪৮, মাফাকা ১২*, ক্লাসেন ১২; আফ্রিদি ৩/২২, আবরার ৩/৩৭)।

পাকিস্তান: ২০ ওভারে ১৭২/৮ : (রিজওয়ান ৭৪, আইয়ুব ৩১, তাহির ১৮; লিন্ডে ৪/২১, মাফাকা ২/৩৯)।

ফল: দক্ষিণ আফ্রিকা ১১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: জর্জ লিন্ডে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত