মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শেষ হয়েছিল তিন দিনেই। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টটাও হয়তো শেষ হবে তিন দিনে। প্রথম দিন অলআউট হয়ে গিয়েছিল দুই দল। আজ (রবিবার) দ্বিতীয় দিন চা বিরতির আগে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ২৪৪ রানে। মুলতানে জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২৫৪ রান।
পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট জিতেছে ৪টি। এর সবশেষটি ১৯৯০ সালে ফয়সালাবাদে। মুলতানে যেভাবে স্পিনাররা দাপটে দেখাচ্ছেন, তাতে ৩৪ বছরের খরা কাটানোর সুবাস পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
২৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৪ উইকেটে ৭৬ রানে। ম্যাচ জিততে তাদের দরকার ১৭৮ রান আর ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট। বাবর আজম ৩১, শান মাসুদ ২, মোহাম্মদ হুরাইয়ার ২ আর কামরান গুলাম আউট হয়েছেন ১৯ রানে। সউদ শাকিল ১৩ ও কাসিফ আলী অপরাজিত আছেন ১ রানে। কেভিন সিনক্লেয়ার নিয়েছেন ২ উইকেট।
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও দাপট দেখিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। সাজিদ খান ও নোমান আলী নিয়েছেন সমান ৪টি করে উইকেট। ১টি করে উইকেট আবরার আহমেদ ও কাসিফ আলীর।
দুই টেস্টে পাকিস্তানি স্পিনাররা নিয়েছেন ৩৮ উইকেট। দুই টেস্টের সিরিজে এটা যৌথ তৃতীয় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫২ রান অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটের। এছাড়া টেভিন ইমলাচ ৩৫, আমির জানগো ৩০ আর কেভিন সিনক্লেয়ার করেন ২৮ রান।