জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডে হেরে গিয়েছিল পাকিস্তান। ঘুরে দাঁড়ানোর সময় নেয়নি দলটি। দ্বিতীয় ম্যাচেই দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে গুঁড়িয়ে দিয়েছে আফ্রিকান দেশটিকে। বিধ্বংসী বোলিংয়ের পর সাইম আয়ুবের ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেটে জিতেছে পাকিস্তান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বুলাওয়ের দ্বিতীয় ওয়ানডেতে টসজয়ী জিম্বাবুয়ে ৩২.৩ ওভারে অলআউট হয় ১৪৫ রানে। সহজ এই লক্ষ্য সাইমের ঝড়ো সেঞ্চুরিতে কোনও উইকেট না হারিয়ে ১৮.২ ওভারেই পেরিয়ে যায় পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।
হার দিয়ে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮০ রানে হেরেছিল তারা। তবে পরের ম্যাচেই ছন্দে ফিরল মোহাম্মদ রিজওয়ানরা। ঘুরে দাঁড়ানোর শপথ নিয়ে মাঠে নামা সফরকারীরা বোলিংয়ে পায় দুর্দান্ত শুরু। মাত্র ২৩ রানে দুই ওপেনারকে তুলে নেন তারা।
তবে ওয়ান ডাউনে নামা ডিয়ন মেয়ার্স দাঁড়িয়ে যান। তিনি ৩০ বলে খেলেন দলীয় সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে। অধিনায়ক ক্রেগ আরভিন করেন ১৮ রান। সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ১৭ রান।
জিম্বাবুয়েতে গিয়ে স্পিন-ম্যাজিক দেখিয়েছেন আবরার আহমেদ। এই লেগ স্পিনার ৮ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট। আরেক স্পিনার সালমান আগা ৭ ওভারে ২৬ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট।
১৪৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে তাণ্ডব চালিয়েছেন সাইম। শুরু থেকেই চড়াও হয়েছিলেন জিম্বাবুইয়েন বোলারদের ওপর। ৩২ বলে হাফসেঞ্চুরি করার পর ৫৩ বলে পূরণ করেন সেঞ্চুরি। অর্থাৎ, পরের ৫০ করতে তার লেগেছে ২১ বল।
ম্যাচসেরার পুরস্কার জেতা এই ওপেনার শেষ পর্যন্ত খেলেন ৬২ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস। যাতে ছিল ১৭ চার ও ৩ ছক্কার মার। তার ওপেনিং সঙ্গী আব্দুল্লাহ শফিক ৪৮ বলে অপরাজিত ছিলেন ৩২ রানে।