অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এক সপ্তাহের মধ্যে খুলে দিতে পাকিস্তান সরকারকে আদেশ দিয়েছে সিন্ধু প্রদেশের উচ্চ আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে দুই মাসেরও বেশি সময় ধরে দেশটিতে এক্স ব্লক করে রাখা হয়েছে।
ওই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছেন আইনজীবী মোইজ জাফেরি। বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেছেন, “সিন্ধু হাইকোর্ট সরকারকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য এক সপ্তাহ সময় দিয়েছে। তা ব্যর্থ হলে পরবর্তী তারিখে আদালত যথাযথ আদেশ দেবে।”
পাকিস্তানের সংশ্লিস্ট কর্তৃপক্ষও আদালতের কাছে স্বীকার করেছে, এক্স বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তার কারণে এক্সকে ব্লক করার আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ইঙ্গিত দেয় যে, গোয়েন্দা সংস্থাগুলোই এই আদেশ দিতে বলেছে।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে এক্সে প্রবেশ করতে পারছেন না পাকিস্তানের ইন্টারনেট ব্যবহারকারীরা। সেদিন থেকেই দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভের ডাক দিয়েছিল।
এক সরকারি কর্মকর্তার ভোট কারচুপির স্বীকারোক্তির পর কারাবন্দি ইমরানের দল- পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ওই আন্দোলনের ঘোষণা দেয়। পিটিআইর অভিযোগ, ভোট কারচুপির বিরুদ্ধে তাদের বিক্ষোভ দমাতেই সরকার এক্স ব্লক করে রেখেছে।
নির্বাচনের আগের সপ্তাহগুলোতে ইমরান খানের দলের নেতারা টেলিভিশন চ্যানেলে কথা বলাসহ সভা-সমাবেশ করায়ও বাধার মুখে পড়ে। এ কারণে তারা অনলাইনে প্রচার-প্রচারণা চালাতে বাধ্য হয়।
৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময়ও পাকিস্তানজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। এরপর ভোটের ফল প্রকাশে দেরি হওয়ায় জোরাল হয় কারচুপির অভিযোগ।
তথ্যসূত্র: এনডিটিভি