অভিবাসীর সংখ্যা কমানোর লক্ষ্যে বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী বাসিন্দাদের পর এবার স্থায়ী নাগরিকদের ওপর খড়গহস্ত হয়েছে কানাডা সরকার।
তারা বলছে, নাগরিকত্ব পাওয়া সন্তানরা এতদিন তাদের মা-বাবা, দাদা-দাদি বা নানা-নানির জন্য কানাডায় স্থায়ী বসবাসের আবেদন করতে পারলেও এ বছর তা পারবেন না।
দেশটির সরকারি বিভাগ ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) পক্ষ থেকে সম্প্রতি এক ঘোষণায় বলা হয়েছে, ২০২৫ সালে মা-বাবা, দাদা-দাদি বা নানা-নানিকে স্থায়ী বসবাসের জন্য কেউ স্পনসর করার আবেদন করলে তা গ্রহণ করা হবে না।
তবে কানাডার প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস কর্মসূচির আওতায় ২০২৪ সালে করা পারিবারিক স্পনসরশিপের আবেদন প্রক্রিয়া করবে আইআরসিসি।
সিআইসি নিউজ জানিয়েছে, চলতি বছরজুড়ে সর্বোচ্চ ১৫ হাজার পারিবারিক স্পনসরশিপের আবেদন প্রক্রিয়া করতে চাইছে আইআরসিসি।
অবশ্য কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের মধ্যে যারা তাদের মা-বাবা, দাদা-দাদি বা নানা-নানিকে দীর্ঘ সময় তাদের কাছে রাখতে চান, তাদের জন্য সুপার ভিসার আবেদনের পথ খোলাই থাকছে।
এই ভিসার মাধ্যমে তাদের আত্মীয়রা পাঁচ বছর পর্যন্ত কানাডায় যাওয়ার সুযোগ পাবেন।
এর আগে গত বছরের জানুয়ারিতে বাজেট ও আবাসন সংকটের কারণ দেখিয়ে অস্থায়ীভাবে দুই বছরের জন্য স্টুডেন্ট ভিসা দেওয়া সীমিত করে কানাডা সরকার। সেই পদক্ষেপ থেকে বাদ যাননি দেশটিতে পড়াশোনা করা পোস্ট গ্র্যাজুয়েটরাও। তাদের কাজ করার অনুমতিও (ওয়ার্ক পারমিট) সীমিত করার কথা জানানো হয়েছিল।
কানাডায় মাস্টার্স বা পোস্ট ডক্টরেট কোর্সের বিদেশি শিক্ষার্থীরা সাধারণত তিন বছর কাজের অনুমতি পেয়ে থাকেন।
এর ঠিক তিন মাস পর মার্চে দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার ঘোষণা দেন, আগামী তিন বছরের মধ্যে কানাডায় অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমিয়ে ফেলা হবে।
সেই পদক্ষেপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থী থেকে শুরু করে বিদেশি শ্রমিক, আশ্রয়প্রত্যাশীরা রয়েছেন বলে জানিয়েছিলেন অভিবাসনমন্ত্রী।
প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস (পিজিপি) কর্মসূচি কী
কানাডা সরকারের এই কর্মসূচি দেশটির নাগরিক, স্থায়ী বাসিন্দা ও নিবন্ধিত ভারতীয়দের তাদের মা-বাবা, দাদা-দাদি বা নানা-নানিকে স্থায়ীভাবে বসবাসের জন্য স্পনসর করার সুযোগ দিয়েছে।
আগ্রহী স্পনসরদের সংখ্যা বেশি হওয়ায় লটারি পদ্ধতি ব্যবহার করে আসছে পিজিপি।
আত্মীয়দের ওপর কড়াকড়ির কারণ
এ বছর কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ ২০ শতাংশ কমিয়ে দিয়েছে আইআরসিসি।
এরই অংশ হিসেবে নাগরিকদের তাদের মা-বাবা, দাদা-দাদি বা নানা-নানিকে দেশটির স্থায়ী বাসিন্দা করার পথ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।