Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

ওয়ান ডিরেকশন তারকা লিয়াম পেইনের মৃত্যু: ৫ জন অভিযুক্ত

লিয়াম পেইনের মৃত্যুর ঘটনায় ৫ ব্যক্তির যোগসাজোশ নিশ্চিত করেছে আর্জেন্টিনার আদালত
[publishpress_authors_box]

ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্য লিয়াম পেইনের মৃত্যুর ঘটনায় ৫ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নিশ্চিত করেছে আর্জেন্টিনার একটি আদালত।

পাশাপাশি অভিযুক্তদের মধ্যে দুজনকে মাদক সরবরাহের অভিযোগে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার এক বিচারিক কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

তিনি বলেন, দুইজন অপরাধীর মধ্যে একজনকে প্রিভেন্টিভ প্রিজনে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

প্রিভেন্টিভ প্রিজনে পাঠানো ব্যক্তি বুয়েনস এইরসের একটি হোটেলের কর্মচারী ছিলেন। ওই হোটেলেই মৃত্যুর আগ পর্যন্ত অবস্থান করেছিলেন লিয়াম পেইন।

লিয়াম পেইন

বিচারিক কর্মকর্তা বলেন, দুজনের আরেকজন ছিলেন ওয়েটার, যার সঙ্গে লিয়ামের একটি রেস্তোরাঁয় পরিচয় হয়।

বিচারক আরও তিনজনকে হত্যা মামলায় অভিযুক্ত করেছেন।

তাদের মধ্যে আছেন একজন ব্যবসায়ী, যিনি লিয়ামের সঙ্গে আর্জেন্টিনায় ছিলেন। আর বাকি দুজন হোটেল ম্যানেজার। তবে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়নি।

হোটেলের তৃতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মারা যান লিয়ান। ময়নাতদন্তে বলা হয়, একাধিক আঘাত এবং রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।

তদন্ত প্রতিবেদন অনুসারে, উপর থেকে পড়ার সময় লিয়াম পেইন নিজেকে রক্ষার কোনো চেষ্টাই করেননি। যা থেকে ধারণা করা যায়, তিনি হয়তো অজ্ঞান ছিলেন।

তদন্ত আরও নিশ্চিত করেছে, লিয়ান আত্মহত্যাও করেননি।

ওয়ান ডিরেকশন হালের সফল ব্যান্ডগুলোর একটি। ২০১০ সালে রিয়ালিটি টিভি শো এক্স ফ্যাক্টরের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন লিয়ান পেইন।এই ব্যান্ডের মাধ্যমে তারকাখ্যাতি পান হ্যারি স্টাইলস, লুইস টমলিসন, নিয়াল হোরান ও জেইন মালিক।

লিয়াম পেইন ওয়ান ডিরেকশন এর কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এরপর ব্যান্ডটির সদস্যরা সলো ক্যারিয়ারে মনযোগ দেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত