মাঠে সময়টা যাচ্ছেতাই কাটছে পেপ গার্দিওলার। মাঠের বাইরেও তার জীবনে উঠছে ঝড়। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-এর দাবি স্ত্রী ক্রিস্তিনা সেরার সঙ্গে ৩০ বছরের সম্পর্ক ভেঙেছে তার।
ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্তিনা সঙ্গে ১৯৯৪ সাল থেকে একসঙ্গে থাকেন গার্দিওলার। তারা বার্সেলোনায় বিয়ে করেন ২০১৪ সালে। ততদিনে তিন সন্তানের বাবা-মা হয়ে গিয়েছিলেন তারা।
এই দম্পতির সন্তান মারিয়ার বর্তমান বয়স ২৪, ছেলে মারিয়াসের ২২ এবং সবার ছোট মেয়ে ভালেন্তিনার বয়স ১৭। তবে বিয়ের ১০ বছরের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন দুজন।
ছোট মেয়ে ভালেন্তিনাকে নিয়ে পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করতে ২০১৯ সালে বার্সেলোনায় ফিরে গিয়েছিলেন ক্রিস্তিনা। এর মাঝে ছুটিতে গার্দিওলা যেমন স্পেনে যেতেন তেমনি ক্রিস্তিয়ানোও ম্যানচেস্টারে এসে সময় কাটাতেন তার সঙ্গে। তবে কি কারণে শেষ পর্যন্ত সম্পর্কটা টিকল না, জানায়নি স্পোর্ত।
দাম্পত্যের ইতি টানার সিদ্ধান্ত গার্দিওলা ও ক্রিস্তিনা গত বছরের ডিসেম্বরে নিয়েছিলেন বলে জানিয়েছে স্পোর্ত। বিশ্বস্ত বন্ধু ও পরিবারের সদস্যরা খবরটি জানতেন এতদিন। এখন জানল সবাই।
এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু বলেননি গার্দিওলা বা ক্রিস্তিনার কেউ।