নারী সাফে চ্যাম্পিয়ন করার পর গত বছর ৯ ডিসেম্বর ইংল্যান্ড চলে যান পিটার বাটলার। বাংলাদেশ নারী দলের সঙ্গে এই কোচের চুক্তি শেষ হয় ৩১ ডিসেম্বর। কিন্তু বাটলারে আস্থা রেখে বাফুফে দুই বছরের জন্য নতুন চুক্তি করেছে। সেই ধারাবাহিকতায় আবারও ঢাকা আসছেন এই বৃটিশ কোচ। সোমবার রাতে ঢাকা ফিরবেন তিনি। মঙ্গলবার ভোর থেকে সাবিনা খাতুনদের অনুশীলন শুরু করবেন বাটলার।
অথচ বাটলারকে ইংল্যান্ড যাওয়ার টিকিট দেওয়া হলেও ফিরতি কোনও বিমান টিকিট দেয়নি বাফুফে। কারণ তাকে আদৌ রাখা হবে কিনা, সেই সিদ্ধান্ত পরে নিয়েছে বাফুফে। শেষ পর্যন্ত নতুন করে চুক্তি হওয়ায় ঢাকা আসার বিমান টিকিট পেলেন বাটলার।
নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাফুফে ভবনে আজ গণমাধ্যমকে জানিয়েছেন, “ কোচের সঙ্গে আমার কথা হয়েছে। দুবাইয়ে তিনি যখন ট্রানজিটে ছিলেন তখন কথা বলেছি বাটলারের সঙ্গে। তিনি রাতের মধ্যে দেশে পৌঁছাবেন। এরপর সকাল থেকে অনুশীলন শুরু করবে। এরই মধ্যে আমাকে তার ট্রেনিং সিডিউল পাঠিয়ে দিয়েছেন।”
বাটলারের অধীনে কী অনুশীলন করবেন সাবিনারা?
যদিও বাটলারের অধীনে সাবিনারা অনুশীলন করবেন কিনা সেটা দেখার বিষয়। সাফ চ্যাম্পিয়ন হওয়ার আগে থেকেই বাটলারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সিনিয়র ফুটবলাররা। যে দ্বন্দ্বের জেরে বাটলারকে এড়িয়ে চলেন সাবিনা, মাসুরা, মনিকারা।
যদিও কোচের বিষয়ে নারী ফুটবলাররা এই মুহূর্তে কোনও সিদ্ধান্তে আসতে চাইছেন না। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে লন্ডনে আছেন। তিনি দুয়েক দিনের মধ্যে দেশে ফিরতে পারেন। এরপর সরাসরি সভাপতির সঙ্গে দেখা করে বাটলারের বিষয়ে আলোচনা করতে চান সিনিয়র ফুটবলাররা।
মেয়েদের অনুশীলন বুয়েট মাঠে
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে এতদিন সাবিনারা অনুশীলন করতেন। কিন্তু স্টেডিয়ামে নতুন টার্ফ স্থাপনের কারণে আপাতত সেখানে অনুশীলন সম্ভব না। যে কারণে বুয়েটের মাঠে হচ্ছে মেয়েদের অনুশীলন। এ ব্যাপারে কিরণ বলেন, “আমি জানি বুয়েটের মাঠ একটু শক্ত। তবে আমরা সেখানে পানি দেওয়ার ব্যবস্থা করব। মাঠটা অনুশীলনের উপযোগি করা হবে।”
বিদেশি লিগে মাসুরা ও রিপাকে ‘না’
ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার প্রস্তাব পেয়েছেন মাসুরা পারভীন ও শাহেদা আক্তার রিপা। কিন্তু তাদেরকে খেলতে পাঠাবে না বাফুফে। এ প্রসঙ্গে কিরণ বলেন, “ প্রথমত ভুটানের লিগে মাসুরা ও শাহেদা আক্তার রিপা যে খেলবে সেই ব্যাপারে আনুষ্ঠানিক কোনও চিঠি আসেনি আমাদের কাছে। দ্বিতীয়ত জুনে এশিয়ান কাপের বাছাই খেলব আমরা। সেটাকে লক্ষ্য করেই অনুশীলন হবে, যে কারণে মনে হয় না কাউকে ছাড়া সম্ভব হবে।”
সভাপতি এলে সাবিনাদের চুক্তি
গত অক্টোবরের পর থেকে সাবিনা, সানজিদাদের চুক্তি নবায়ন করা হয়নি। যে কারণে এরপর থেকে এ পর্যন্ত কোনও বেতনও পাচ্ছেন না নারী ফুটবলাররা। তবে এই বিষয়ে আগ বাড়িয়ে কিছু বলতে চান না কিরণ, “মেয়েদের সঙ্গে চুক্তি হবে নতুন করে। এ ব্যাপারে কথা বলব সভাপতি ফিরলে। তবে কাজ এগিয়ে চলছে।”
২৪ ফেব্রুয়ারি আমিরাত যাবে নারী দল
বিভিন্ন দেশে চিঠি চালাচালির পর অবশেষ ফিফা উইন্ডোতে একটা মাত্র ম্যাচ নিশ্চিত করতে পেরেছে বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি হবে সে দেশেই। এ জন্য ২৪ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশ। তবে আরেকটি ম্যাচ বাংলাদেশ খেলবে ২ মার্চ। যেটিকে শুধু প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ দল দেশে ফিরবে ৩ মার্চ।
ফিফা উইন্ডোতে একটি ম্যাচ পাওয়া প্রসঙ্গে কিরণ বলেন, “আমরা অনেকগুলো দেশকে ফিফা উইন্ডোতে চিঠি দিয়েছিলাম। সাড়া দিয়েছে শুধু সংযুক্ত আরব আমিরাতে। করোনার পর এখন ফেডারেশনগুলো নারী ফুটবল নিয়ে খুব একটা আগ্রহী না। এখন আমরা অন্তত একটা ফুটবল উইন্ডোতে খেলব, এটার রেজাল্ট র্যাঙ্কিংয়ে আসবে। আর মার্চেরটা প্রস্তুতি ম্যাচ হিসেবে ধরব। যেহেতু জুনে এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড আছে। সেটার প্রস্তুতি হয়ে যাবে এই ম্যাচ।”