বিপিএলে প্রায় দেড় মাস ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে বিপিএল ফাইনাল শেষ হওয়ার পরই তাই শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। মিরপুরে ক্যাম্প হবে এক সপ্তাহেরও কম। এমন প্রস্তুতি নিয়ে কী সন্তুষ্ট কোচ ফিল সিমন্স?
আজ (সোমবার) সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন হলে সিমন্স বললেন, ‘‘আমি একমত যে সেরা প্রস্তুতি হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তবে আমরা সাদা বলের ক্রিকেটের সাথে ছিলাম। প্রস্তুতি নেব এখন। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা আছে। আমরা সেরা ক্রিকেট খেলতে পারলে কোনো কিছু অসম্ভব নয়। ট্রফি জেতার ব্যাপারে বিশ্বাস না থাকলে এখানে থাকতাম না।’’
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিপিএলে ফরচুন বরিশালের একাদশে জায়গা হারিয়েছিলেন। অথচ তার নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফি খেলবে বাংলাদেশ। এ নিয়ে সিমন্স জানালেন, ‘‘সে খুব কঠোর পরিশ্রম করছে, যখন থেকে খেলছে না, তখন থেকেই। খেলাটা এখন ৫০ ওভারের। আর অধিনায়ক এই ফরম্যাটে খেলেনি এমন নয়। তবে তার একটা শক্ত মানসিক অবস্থা অবশ্যই প্রয়োজন হবে, আমার ধারণা সেটা আছে তার।’’
ছন্দ হারানোয় লিটন দাস নেই চ্যাম্পিয়নস ট্রফির দলে। সিমন্স অবশ্য তাকে মিস করার কথাই বললেন, ‘‘আমার মনে হয় সে এটা বুঝতে পেরেছে এবং তার ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলের সময়ই আমরা তাকে ফর্মে ফিরতে দেখেছি। এমন একজন খেলোয়াড়কে আপনি মিস করবেন। কিন্তু সে এটা মেনে নিয়েছে যে রান করছিল না।’’
চ্যাম্পিয়নস ট্রফির পরই বাংলাদেশের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে সিমন্সের। নিজের ভবিষ্যৎ নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন এই ক্যারিবিয়ান কোচ, ‘‘আমি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত আছি। এরপর কী হবে বলতে পারছি না এখনই।’’