Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

আড়াই হাজার চালকের বিরুদ্ধে পুলিশের মামলা

রবিবার ঢাকার বিভিন্ন স্থানে এভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশাচালকরা। ছবি : সংগৃহীত
রবিবার ঢাকার বিভিন্ন স্থানে এভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশাচালকরা। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, পুলিশ বক্সে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষসহ বিভিন্ন অভিযোগ ঢাকার তিন থানায় চারটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় নামে-বেনামে আড়াই হাজার চালককে আসামি করা হয়েছে।

সোমবার দুপুরে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্ল্যা এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মিরপুরের পল্লবী, কাফরুল ও মিরপুর মডেল থানায় মামলা মোট চারটি মামলা হয়েছে। এর মধ্যে পল্লবী থানায় হয়েছে দুটি মামলা। যার একটি করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ, অন্যটি পল্লবী ট্রাফিক জোন।

এসব মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানান তিনি।

অবরোধসহ অন্যান্য কর্মসূচিতে পুলিশের বাধা, মামলা-গ্রেপ্তারের পরেও সোমবার সকাল থেকে পথে নামে অটোরিকশা চালকরা। ঢাকার রামপুরা, খিলক্ষেত, মোহাম্মদপুর, খিলগাঁওয়ের বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নেয় তারা।  

তবে পুলিশের হস্তক্ষেপে কোথাও কোনও বিশৃঙ্খলা করতে পারেনি তারা।

এর আগে রবিবার ঢাকার বিভিন্ন এলাকার সড়কে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিআরটিএ’র নির্দেশনায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ঘোষণা হলে তার প্রতিবাদে পথে নামেন অটোরিকশা চালকরা।

মিরপুর-১, ১১, কালশী, টেকনিক্যাল, ১০ নম্বর গোলচত্বর থেকে আগারগাঁও পর্যন্ত রোকেয়া সরণীর বিভিন্ন অংশে অবস্থান নেয় তারা।

দুপুরে আন্দোলনরতদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এসময় তাদের  লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এসময় কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

বিভিন্ন স্থানে সড়ক বন্ধ রেখে যান চলাচলে বাধা দেয় শ্রমিকরা। ফলে ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। গুরুত্বপূর্ণ অনেক পয়েন্টে দেখা দেয় যানজট।

বিক্ষোভের এক পর্যায়ে বিকালে কালশীর একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত