জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছেন দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা করে শিক্ষার্থীরা। ছবি : হারুন-অর-রশীদ
পদযাত্রা শিক্ষাভবনের সামনে পৌঁছালে পড়ে পুলিশের বাধার মুখে। ছবি : হারুন-অর-রশীদসোমবার দুপুর আড়াইটার দিকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের এই কর্মসূচি শুরু হয়। ছবি : হারুন-অর-রশীদশিক্ষা ভবনের সামনে বাধার মুখে পড়লে বিক্ষোভকারীদের সঙ্গে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কি হয়। ছবি : হারুন-অর-রশীদএক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেন। তবে বাধার মুখে তারা আর সচিবালয়ের দিকে এগোতে পারেননি। ছবি : হারুন-অর-রশীদএসময় উভয় পাশে আটকা পড়ে অনেক যানবাহন। ছবি : হারুন-অর-রশীদ