এবার পুষ্পা টু: দ্য রুল সিনেমার একটি দৃশ্যে ‘পুলিশকে অপমান’ করার অভিযোগে থানায় যেতে হচ্ছে তেলেগু সুপারস্টার আল্লু আর্জুনকে।
এক কংগ্রেস নেতার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার হায়দরাবাদের চিক্কদপল্লি থানায় হাজিরা দিতে যেতে হচ্ছে পুষ্পা কে, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এই দক্ষিণ ভারতীয় তারকার অভিযোগ করেছেন থেনমার মাল্লানা নামের একং কংগ্রেস নেতা। তবে কেবল আর্জুন নয়, পরিচালক সুকুমার এবং প্রযোজকের বিরুদ্ধেও অভিযোগ করেছেন এই রাজনীতিক।
অভিযোগে বলা বলেছে, সিনেমার একটি দৃশ্যে দেখান হয়েছে পুলিশের এক কর্মকর্তাকে সুইমিং পুলে ফেল দেন নায়ক। তারপর মদ্যপ অবস্থায় সেই সুইমিং পুলেই মূত্রত্যাগ করে।
এই দৃশ্যের মাধ্যমে পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা মাল্লানা।
এর মধ্যে হায়দরাবাদে অর্জুনের জুবিলি হাউসের বাড়ির সামনে জড়ো হয়ে একদল মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এক পর্যায়ে পাথর ছুড়ে এবং বাড়ির ভেতরে ঢুকে ফুলের টবও ভাঙচুর করা হয়।
সিনেমার প্রিমিয়ার প্রদর্শনের দিন গত ৪ ডিসেম্বর শহরের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যুর বিচার চেয়ে অর্জুনের বাড়িতে এই হামলা চালানো হয়েছে বলে লিখেছে ভারতীয় সংবাদমাধ্যম।
পুলিশ এরইমধ্যে হামলাকারীদের শনাক্ত করে ৮ জনকে গ্রেপ্তার করেছে।
রেবতীর মৃত্যুকে ঘিরে তার পরিবারের করা মামলায় গত ১৩ ডিসেম্বর আল্লুকে গ্রেপ্তার করা হয়। সেদিনই হাই কোর্ট অন্তর্বর্তী জামিন দিলেও রাতটা জেলে কাটাতে হয়েছিল এই সুপারস্টারকে।