জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চের সম্মুখভাগে রাজনৈতিক দলগুলোর নেতাদের বসার ব্যবস্থা করা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে দর্শকের সারিতে দেখা গেছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলকে।
এছাড়া আরও উপস্থিত রয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেনারেল সেক্রেটারি জালাল উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বিকল্প ধারা বাংলাদেশের নির্বাহী সভাপতি আবদুল মান্নান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির নেতা দিদারুল আলম, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আজহারুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাসেমীসহ অন্যরা।
দর্শকসারিতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের জন্যও আসন সংরক্ষিত রাখা হয়েছে। এছাড়া রয়েছে কূটনীতিকদের বসার স্থানও।
সন্ধ্যা পর্যন্ত ঢাকায় নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত কেভিন এস রেন্ডাল ও পাকিস্তান হাই কমিশনের কাউন্সেলর কামরান ধাঙ্গালকে অনুষ্ঠানস্থলে দেখা গেছে।