চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে গণমাধ্যম কিংবা ইউটিউবারদের উত্তেজনার যেন শেষ নেই। স্ট্যাটাস কিংবা ছবি, রিলস কিংবা ভিডিও পরীমনি যাই প্রকাশ করেন তাই যেন লুফে নেয়ার মতো কনটেন্ট। দেশিয় তারকাদের মধ্যে পরীমনির জনপ্রিয়তা যে কতোটা তা তার ফেসবুক ফ্যান ফলোয়ার কিংবা বছর শেষে গুগল সার্চের রেকর্ড দেখলেই বোঝা যায়।
সত্যতা যাচাই না করে যে কোন সংবাদ বা গুজব ছড়িয়ে দেয়ার এ মানসিকতা নিয়েই গণমাধ্যমকর্মীদের ঠাট্টার ছলে বোকা বানালেন পরী।
রোববার রাতে পরীমনি একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেন ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি’। ভিডিওতে দেখা যাচ্ছিল চলন্ত গাড়িতে কোন পুরুষ হাতের ওপর রোমান্টিক ভঙ্গিতে হাত রাখা।’
বিষয়টি নিয়ে দেশের শীর্ষ একটি গণমাধ্যমের পথ ধরে অন্যান্য গণমাধ্যমেও প্রায় হুবহু একই ধরনের খবর প্রকাশ হতে থাকে। দিনভর ট্রল হতে থাকে পরীমনির নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার গুঞ্জন।
এ পরিস্থিতিতে সোমবার দিন শেষে সন্ধ্যায় নতুন আরেকটি ভিডিও প্রকাশ করেন পরী।
এ ভিডিওতে দেখা যায় কোন রোমান্টিক দৃশ্য নয়, বরং ড্যান্সার চঞ্চল এর হাত ধরে মজা করছিলেন পরী। ভিডিওর শেষদিকে চঞ্চলের মুখেই ক্যামেরা ধরেন পরী। তাতে চঞ্চলকে বলতে শোনা যায়, ‘গুজবে কান দেবেন না’।
ভিডিওটি শেয়ার করে পরীমনি ক্যাপশনে জেষ্ঠ্য বিনোদন সাংবাদিক আল মাহমুদ মানজুরকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?’
এ প্রসঙ্গে সকাল সন্ধ্যার কথা হয় আল মাহমুদ মানজুরের সঙ্গে। তিনি বর্তমানে একটি অনলাইন নিউজ পোর্টালের বিনোদন বিভাগীয় সম্পাদক হিসেবে কর্মরত।
তিনি বলেন, “শিল্পীদের ব্যক্তিজীবন নিয়ে গসিপিং আমাদের দেশের চেয়ে বহির্বিশ্বে আরও বেশি। এটাকে আমি একধরনের সৌন্দর্যই মনে করি।’
তবে, এ ধরনের ইস্যুতে গণমাধ্যমে যাচাই না করে তথ্য পরিবেশনের বিরোধিতা করেছেন তিনি।
তিনি বলেন, “কোন তারকা একটি ক্যাপশন লিখে কিছু একটা শেয়ার করলো আর আমরা তা হুমড়ি খেয়ে পড়ে সংবাদ পরিবেশন করলাম কোন তথ্য যাচাই না করে তা সাংবাদিকতার দৈন্য। আমার মনে হয়, তারকা বা শিল্পীর সাথে যোগাযোগ করে সঠিক তথ্য যাচাই করে তবেই সংবাদটি পরিবেশন দায়িত্বশীলতার পরিচয় হতে পারতো। কেননা, প্রেম বিয়ে বা বিচ্ছেদ বিষয়গুলো তারকা হলেও তার ব্যক্তিজীবনে বেশ প্রভাব ফেলে।”
এ দিকে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদে যাওয়া পরীমনি সকাল সন্ধ্যাকে জানিয়েছেন নতুন কোনও সম্পর্কে তিনি জড়াননি। এ ইস্যুতে তিনি সকাল সন্ধ্যাকে বলেন, ‘প্রেম আর আমার হবে না, হবে না’।