Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

বরাদ্দ কমছে বিদ্যুৎ জ্বালানি যোগাযোগ পল্লী উন্নয়নে

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ কমছে আগামী অর্থবছরে। ছবি : সকাল সন্ধ্যা
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ কমছে আগামী অর্থবছরে। ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ খাতে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেন।

মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরে এদিন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী।

২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঘাটতি রেখে প্রস্তাবিত এই বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশের ঘরে আটকে রাখার লক্ষ্যের কথা জানানো হয়েছে।

আগামী অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে ২০২৪-২৫ অর্থবছরে ৩০ হাজার ৩১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।”

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দের পরিমাণ ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। এ হিসাবে বরাদ্দ কমছে প্রায় ৪ হাজার কোটি টাকা।

যোগাযোগ খাতে বরাদ্দ সম্পর্কে বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, “দেশের ব্যবসা-বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৮০ হাজার ৪৯৮ কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি।”

চলতি ২০২৩-২৪ অর্থবছরে যোগাযোগ খাতে বরাদ্দ দেওয়া অর্থের পরিমাণ ৮৫ হাজার ১৯১ কোটি টাকা। অর্থাৎ এই খাতে আগামী অর্থবছরে বরাদ্দ কমছে ৪ হাজার ৬৯৩ কোটি টাকা।

বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ খাতের মতো আগামী অর্থবছরের জন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতেও বরাদ্দ কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট বক্তব্যে তিনি ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৬ হাজার ৫৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ৪৮ হাজার ১৩৭ কোটি টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত