Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

কয়েকজন বিচারপতি সম্পর্কে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির

high court
[publishpress_authors_box]

সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আগামী সপ্তাহ থেকে নির্দেশনা অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত শুরু করতে যাচ্ছে বলে সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন সোমবার জানায়, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৫)(বি) অনুসরণ করে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নিকট নির্দেশনা প্রেরণ করেছেন। সে অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে।”

এর আগে গত ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিদের মধ্যে থেকে কর্মে প্রবীণ আরও দুই বিচারপতির সমন্বয়ে।

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল ব্যবস্থা নেবে যেভাবে

নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ আদালতের কোনও বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ পাওয়ার পর সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তা প্রাথমিক অনুসসন্ধান করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠাবে।

রাষ্ট্রপতি সে প্রতিবেদন বিচার-বিবেচনা করে কাউন্সিলের কাছে ফেরত পাঠিয়ে তদন্তের নির্দেশ দেবেন।

এরপর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পূর্ণাঙ্গ তদন্ত করে অসদাচরণের প্রমাণ পেলে তার প্রতিবেদন ফের রাষ্ট্রপতির কাছে পাঠাবে। গুরুতর অসদাচরণের জন্য কোনও বিচারক দোষী হলে রাষ্ট্রপতির আদেশে ওই বিচারককে তার পদ থেকে অপসারন করা হবে।

গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের এক রায়ের ফলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল হয়। এ রায়ের মাধ্যমে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের পরিবর্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ফিরে আসে।

ওই রায়ের চার দিন আগে ১৬ অক্টোবর আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাই কোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই প্ল্যাটফর্মের নেতৃত্বেই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতি হাই কোর্ট বিভাগে ১২ বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন। তবে ওই ১২ বিচারপতি নাম-পরিচয় সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে ঘোষণা করা হয়নি।

তবে গত নভেম্বর সুপ্রিম কোর্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতিসংক্রান্ত তথ্য যাচাই–বাছাইয়ের কাজ চলমান।

এরপর আরেকটি বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের (কনডাক্ট) বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। এর ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলি রাষ্ট্রপতির কাছে পাঠানোর কথা জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের নির্দেশা পেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত