শাহবাগে মহাসমাবেশ করে আন্দোলনকারীরা হাইকোর্ট মাজার অভিমুখে পদযাত্রা করে । সেসময় সচিবালয়মুখী রাস্তায় তারা পুলিশের বাধার মুখে পড়েন। ছবি : হারুন-অর-রশীদ জলকামানের পাশাপাশি আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাসও নিক্ষেপ করে পুলিশ। ছবি : হারুন-অর-রশীদ টিয়ার গ্যাসে চোখের জ্বালাপোড়া কমাতে কাগজ জ্বালিয়ে চোখে ধোঁয়া দিচ্ছেন কয়েকজন। ছবি : হারুন-অর-রশীদ আন্দোলনকারীদের মধ্যে থেকে কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। ছবি : হারুন-অর-রশীদঢাকার বিভিন্ন রাস্তায় রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ চলে। ছবি : হারুন-অর-রশীদমিটারের বেশি ভাড়া আদায় করলে সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানার নির্দেশের প্রতিবাদে চালকরা সড়ক অবরোধ করেন। ছবি : হারুন-অর-রশীদঅবরোধ চলাকালেই এই নির্দেশনা বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ছবি : হারুন-অর-রশীদঢাকার শনির আখরাতেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। ছবি : হারুন-অর-রশীদ