পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী শনিবার বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে। এবারই প্রথম পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানে হতে যাচ্ছে প্লেয়ার্স ড্রাফট।
১৯ দেশের ৫১০ জন ক্রিকেটার নাম অন্তর্ভুক্ত করেছেন ড্রাফটে। আইপিএলে দল না পাওয়া প্রায় সবাই নাম দিয়েছেন পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে বাংলাদেশ থেকে নাম অন্তর্ভুক্ত করেছেন ৮ জন।
প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাওহিদ হৃদয়,মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ড্রাফটে থাকা অন্য নামি খেলোয়াড়রা হচ্ছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি, ক্রিস লিন। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, টিম সাউদি, ড্যারিল মিচেল। দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন ও রিজা হেনড্রিকস। ইংল্যান্ডের জেসন রয়, অ্যালেক্স হেলস, ডেভিড ম্যালান, স্যাম বিলিংস, আফগানিস্তানের মোহাম্মদ নবী, মুজিব উর রহমান আর হজরতউল্লাহ জাজাই।
৮ এপ্রিল থেকে ১৯ মের মধ্যে হতে যাওয়া পিএসএলে ড্রাফটের আগে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড, দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স আর২০১৯ আসরের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৮ জন রেখে দিয়েছে।
করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি ধরে রেখেছে ৭ ক্রিকেটার। তাই ড্রাফটে ৫১০ ক্রিকেটার থাকলেও দল পাবেন না সবাই। বাংলাদেশের কজন সুযোগ পান সেটাই দেখার।