আইপিএলে দল পাননি বাংলাদেশের কোন ক্রিকেটার। ছবিটা বদলেছে পিএসএলে। বাংলাদেশের তিনজন সুযোগ পেয়েছেন রবিবার বেলুচিস্তানে হওয়া ড্রাফটে।
গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তার পারিশ্রমিক ৫০ হাজার ডলার। বাবর আজমের দল পেশাওয়ার জালমি নিয়েছে তাকে।
সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন ও লিটন দাস। লেগ স্পিনার রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আর লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ হাজার ডলার।
তিনজন দল পেলেও সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদরা রয়ে গেছেন অবিক্রীত। ড্রাফটের আগেই তারকা অনেক ক্রিকেটারকে রেখে দিয়েছিল দলগুলো। ড্রাফট শেষে কোন দলের স্কোয়াড কেমন হল, দেখে নেওয়া যাক।
মুলতান সুলতানস :
প্লাটিনাম: মোহাম্মদ রিজওয়ান, উসামা মীর, মাইকেল ব্রেসওয়েল
ডায়মন্ড: ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান
গোল্ড: ক্রিস জর্ডান, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন
সিলভার: ফয়সাল আকরাম, আকিফ জাভেদ, গুড়াকেশ মতি, জশ লিটল, তৈয়ব তাহির
সাপ্লিমেন্টারি: আমের আজমত, জনসন চার্লস, ইয়াসির খান
ইমার্জিং: শহীদ আজিজ, উবায়েদ শাহ
ইসলামাবাদ ইউনাইটেড :
প্লাটিনাম: নাসিম শাহ, শাদাব খান, ম্যাথু শর্ট
ডায়মন্ড: আজম খান, ইমাদ ওয়াসিম, জেসন হোল্ডার
গোল্ড: হায়দার আলী, সালমান আলী আগা, বেঞ্জামিন দারউইস
সিলভার: কলিন মুনরো, রুম্মান রেইস, আন্দ্রেস গুয়েস, মোহাম্মদ নওয়াজ, সালমান ইরশাদ
সাপ্লিমেন্টারি: রাসি ফন ডার ডুসেন, রাইলি মেরেডিথ, স্যাম বিলিংস
ইমার্জিং: হুনাইন শাহ, সাদ মাসুদ
করাচি কিংস :
প্লাটিনাম: আব্বাস আফ্রিদি, অ্যাডাম মিলনে, ডেভিড ওয়ার্নার
ডায়মন্ড: হাসান আলী, জেমস ভিন্স, খুশদিল শাহ
গোল্ড: ইরফান খান নিয়াজি, শান মাসুদ, আমের জামাল
সিলভার: আরাফাত মিনহাস, টিম সেফার্ট, জাহিদ মাহমুদ, লিটন দাস, মীর হামজা
সাপ্লিমেন্টারি: কেন উইলিয়ামসন, মির্জা মামুন ইমতিয়াজ, মোহাম্মদ নবী, ওমাইর বিন ইউসুফ
ইমার্জিং: ফাওয়াদ আলী, রিয়াজুল্লাহ
কোয়েটা গ্ল্যাডিয়েটরস :
প্লাটিনাম: ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান
ডায়মন্ড: আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো
গোল্ড: আকিল হোসেইন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল
সিলভার: ফাহিম আশরাফ, খাজা নাফি, উসমান তারিক, হাসিবুল্লাহ খান, খুররম শাহজাদ
সাপ্লিমেন্টারি: মোহাম্মদ জিশান, ড্যানিশ আজিজ, কুসল মেন্ডিস, শন অ্যাবট
ইমার্জিং: কাইল জেমিসন, হাসান নওয়াজ
লাহোর কালান্দার্স :
প্লাটিনাম: ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি, ড্যারিল মিচেল
ডায়মন্ড: হারিস রউফ, সিকান্দার রাজা, কুশল পেরেরা
গোল্ড: আবদুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান
সিলভার: ডেভিড ভিসে, আসিফ আফ্রিদি, আসিফ আলী, মোহাম্মদ আখলাক, রিশাদ হোসেন
সাপ্লিমেন্টারি: মুহাম্মদ নাঈম, সালমান আলী মির্জা, টম কুরান
ইমার্জিং: মোমিন কামার, মুহাম্মদ আজাব
পেশাওয়ার জালমি :
প্লাটিনাম: বাবর আজম, সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর
ডায়মন্ড: মোহাম্মদ হারিস, করবিন বোশ, মোহাম্মদ আলী
গোল্ড: হোসেন তালাত, নাহিদ রানা, আবদুল সামাদ
সিলভার: আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, সুফিয়ান মোকিম, ম্যাক্স ব্রায়ান্ট, নাজিবুল্লাহ জাদরান
সাপ্লিমেন্টারি: আহমেদ দানিয়াল, আলজারি জোসেফ
ইমার্জিং: আলী রাজা, মাজ সাদাকাত