Beta
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের জন্য স্কুলে ভর্তিতে কোটা

চাকরিতে কোটা বাতিলের দাবিতে গত জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীরাই ছিল মূল ভূমিকায়। ফাইল ছবি
চাকরিতে কোটা বাতিলের দাবিতে গত জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীরাই ছিল মূল ভূমিকায়। ফাইল ছবি
[publishpress_authors_box]

জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যরা স্কুল ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পরিবারের মতো কোটা সুবিধা পাবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে গত ২০ ফেব্রুয়ারি এই সংক্রান্ত অফিস আদেশ জারি হয়েছে, যা রবিবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মাধ্যমিক স্কুলে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকত। এখন জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাও সেই কোটায় ভর্তির আবেদন করতে পারবে।

অফিস আদেশে বলা হয়, “মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।”

এই কোটার সুবিধা পেতে হলে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণপত্র কিংবা গেজেটের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।

জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা ৮৩৪ উল্লেখ করে তাদের নামসহ গেজেট গত জানুয়ারিতে প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তবে সংখ্যাটি আরও বেশি বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি। তাদের হিসাবে আহতের সংখ্যা অন্তত ২২ হাজার।

স্কুলগুলোর কর্তৃপক্ষকে বলা হয়েছে, এই কোটায় ভর্তির ক্ষেত্রে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করতে।

কোটায় কাউকে না পাওয়া গেলে মেধা তালিকা থেকে ভর্তি করতে হবে বলেও মাউশি নির্দেশনা দিয়েছে।

স্কুলে ভর্তির মতোই সরকারি চাকরিতেও মুক্তিযোদ্ধা কোটা ছিল। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য চাকরির ৩০ শতাংশ কোটা সংরক্ষিত ছিল।

চাকরির সেই কোটা বাতিলের দাবিতে গত বছরের জুলাই মাসের শুরুতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে গড়ে ওঠা সেই আন্দোলন কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

সরকারের দমন অভিযানে কয়েকশ মানুষের মৃত্যুর পর এই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তাতে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের।

তারপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে। এদিকে অভ্যুত্থানের তরুণরা একটি রাজনৈতিক দল গঠন করে দেশ থেকে বৈষম্য দূর করার অঙ্গীকার করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত