Beta
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

রাবাদা-ইয়ানসেনের ব্যাটে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে প্রোটিয়ারা

rabada1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

সেঞ্চুরিয়নে জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল-দক্ষিণ আফ্রিকার জন্য অঙ্কটা এমনই ছিল। সেই টেস্টে পাকিস্তানের সঙ্গে হারের মুখে ছিল প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল কেবল ১৪৮ রান। তৃতীয় দিন ৩ উইকেট হারানোয় আজ (রবিবার) শেষ দিন জয়ের জন্য তাদের লক্ষ্য ১২১ রান, আর পাকিস্তানের দরকার ৭ উইকেট। তবে ৯৯ রানে ৮ উইকেট হারানোর হারের প্রহরই গুনছিল টেম্বা বাভুমার দল।

তখনই শক্ত হাতে হাল ধরেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। তাদের নবম উইকেটে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে রুদ্ধশ্বাস জয়ই পায় দক্ষিণ আফ্রিকা। ২ উইকেটের জয়ে সবার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল তারা।

তৃতীয় দিন পাকিস্তান অলআউট হয়েছিল ২৩৭ রানে। সউদ সাকিল ৮৪ আর বাবর আজম করেছিলেন ৫০ রান। মার্কো ইয়ানসেন নেন ৬ উইকেট। সেই ইয়ানসেন ব্যাট হাতেও ত্রাতা দক্ষিণ আফ্রিকার।

তিনি ক্রিজে নামার সময় ৭ উইকেটে ৯৯ রানে পরিণত হয়েছিল প্রোটিয়ারা। কিছুক্ষণ পর স্কোরটা হয় ৮ উইকেটে ৯৯।

তিন বছর পর টেস্ট দলে ফেরা পেসার মোহাম্মদ আব্বাস ৬ উইকেট নিয়ে রঙিন করেছিলেন প্রত্যাবর্তনটা। কিন্তু সবটুকু আলো কেড়ে নেন ইয়ানসেন ও রাবাদা। ২৬ বলে ৫ বাউন্ডারিতে ৩১ রানে অপরাজিত ছিলেন রাবাদা।

ইয়ানসেন ২৪ বলে অপরাজিত ছিলেন ১৬ রানে। আব্বাসের করা ৪০তম ওভারের তৃতীয় বলটা পয়েন্ট দিয়ে সীমানা ছাড়া করে জয় নিশ্চিত করেছিলেন ইয়ানসেনই। এরপর রাবাদার সঙ্গে তিনি মাতেন ‘বিশ্বজয়ের’ আনন্দে। প্রায় হারা ম্যাচ এভাবে জিতলে বুনো উদযাপনটা স্বাভাবিকই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত