Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
গ্লোবাল সুপার লিগ

ফাইনালে উঠেও বিপাকে রংপুর, বিসিবি দিল ভরসা

rangpur
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

দেশের বাইরে প্রথম কোনও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের দল। প্রথমবারই এসেছে সুখবর। উইন্ডিজের গায়ানাতে হওয়া গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। কিন্তু বিপত্তিটা বেঁধেছে ফাইনাল নিশ্চিতের পর।

রংপুর রাইডার্সের হয়ে খেলছেন সৌম্য সরকার, আফিফ হোসেন ও রিশাদ হোসেন। তিনজনই উইন্ডিজে ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দলে আছেন। বিসিবি থেকে অনাপত্তি পত্র নিয়েই রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলতে গিয়েছিলেন তিনজন।

সেই অনাপত্তিপত্রের মেয়াদ শেষ। নিয়ম অনুযায়ী ৭ ডিসেম্বর উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচের আগে দলে যোগ দিতে বলা হয়েছে তিন ক্রিকেটারকে। একই দিন গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার বিপক্ষে ফাইনাল রংপুরের। বিসিবির কথা মেনে ক্রিকেটারদের ছেড়ে দিলে একাদশ গঠনই হয় না বিপিএল ফ্র্যাঞ্চাইজিটির।

এমন অবস্থায় কঠিন বিপাকে পড়েছে রংপুর রাইডার্স। বিসিবি তাদের অনাপত্তি পত্রে লিখিত সিদ্ধান্ত থেকে সরে না আসলে ফাইনাল খেলাই হবে না দলটির। অবশ্য বিসিবি অতটা কঠোর হবে না বলেই মনে হচ্ছে।

বোর্ডের একটি সূত্র থেকে সকাল সন্ধ্যা জানতে পেরেছে রংপুরের হয়ে ওই ম্যাচটি খেলার সুযোগ পাবেন তিন ক্রিকেটার, “যে ব্যাপারটা হয়েছে সময়ের ব্যবধানের জন্য আলোচনা করা যাচ্ছে না। তবে এরকম সুযোগ বাংলাদেশের জন্য খুব একটা আসে না। আমাদের দল একটা লিগের ফাইনাল খেলছে। তাই হয়তো ছাড় দেওয়া হবে। এটা আমার একার সিদ্ধান্ত না। মনে হচ্ছে ওদের খেলতে দেওয়া হবে।”

এক্ষেত্রে ওই সূত্র বিশ্ব ব্যাপি ফ্র্যাঞ্চাইজি লিগের উদাহরণ টেনে বলেছেন, “বিশ্বের সবখানেই দেখবেন এক ম্যাচের পরদিন আরেকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হয় ক্রিকেটারদের। সেদিক থেকে তো সমস্যা হওয়ার কথা না।”

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৮ ডিসেম্বর সাড়ে ৭টায়। ৭ ডিসেম্বর গ্লোবাল সুপার লিগের ফাইনাল শুরু হবে ৭টায়। ওই ম্যাচ শেষ করে রাতে রওনা হলেও পারবেন সৌম্য, আফিফ ও রিশাদ।

জাতীয় দলের হয়ে ওয়ানডে দলের সদস্যরা ইতিমধ্যে যোগ দিয়েছেন। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা তানজিম হাসান সাকিবও যোগ দিয়েছেন টিম হোটেলে।

এই আসরে রংপুরের হয়ে এমনিতেই ধারে খেলছিলেন খুলনা টাইগার্সের আফিফ হোসেন ও ফরচুন বরিশালের রিশাদ হোসেন। ইনজুরিতে আছেন রংপুরের নিজস্ব ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। খুশদিল শাহয়েরও অনাপত্তিপত্র শেষ হওয়ায় রংপুরের জার্সিতে সেমিফাইনাল খেলতে পারেননি। ফাইনালে সৌম্য-আফিফ-রিশাদদের তাই খুব বাজে ভাবেই প্রয়োজন রংপুরের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত