Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
ফেডারেশন কাপ

জীবনে জীবন পাচ্ছে রহমতগঞ্জ

হ্যাটট্রিকের পর ম্যাচ সেরার পুরস্কার হাতে নাবিব নেওয়াজ জীবন। ছবি: বাফুফে
হ্যাটট্রিকের পর ম্যাচ সেরার পুরস্কার হাতে নাবিব নেওয়াজ জীবন। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

এমন স্ট্রাইকারকেই দেখতে চেয়েছিল জাতীয় দল ও আবাহনী। কিন্তু কোথাও সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না নাবিব নেওয়াজ জীবন। চোটে মাঝে কিছুদিন ফর্ম হারিয়েছিলেন। আবাহনীতে বিদেশিদের ভীড়ে ৯০ মিনিট ম্যাচ খেলার সুযোগও মিলত না।

সেই জীবনে এবার নতুন করে যেন জীবন পাচ্ছে রহমতগঞ্জ। আবাহনী ছেড়ে রহমতগঞ্জে এসে দারুণ ফর্মে রয়েছেন বগুড়ার এই ফুটবলার। ক্যারিয়ারের শেষ দিকে এসে একের পর এক গোল পাচ্ছেন। প্রিমিয়ার লিগের পর ফেডারেশন কাপে নিজেকে ছড়িয়ে যাচ্ছেন।

মঙ্গলবার ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপে ইয়ংমেন্স ফকিরেরপুলকে রহমতগঞ্জ ৬-০ গোলে বিধ্বস্ত করেছে। এই ছয় গোলের মধ্যে হ্যাটট্রিক করেছেন ৩৪ বছর বয়সী জীবন।

হ্যাটট্রিকের পর জীবনের উল্লাস (সবার বাঁয়ে)। ছবি: বাফুফে

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ইয়ংমেন্স পয়েন্ট পায়নি একটাও।

মঙ্গলবার ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম রহমতগঞ্জ প্রথমার্ধে দুই গোলের বেশি আদায় করতে পারেনি। এম হোসেন ১২ মিনিটে গোল করে পুরানো ঢাকার দলটিকে এগিয়ে নেয়। বিরতির ঠিক আগে জীবন গোলের খাতা খোলেন। চলতি মৌসুমে ব্র্রাদার্সের পর জীবন স্থানীয়দের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন।

বিরতির পর রহমতগঞ্জ আরও দুর্বার। ইয়ংমেন্সকে আরও চেপে ধরে। জীবন ৫৭ ও ৭৬ মিনিটে দুটো গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। আর্নেস্ট বোয়েটাং ৫৩ ও মোহাম্মদ তোহা যোগ করা সময়ে একটি করে গোল করে দলকে বড় ব্যবধানে জয়ী করেন। এতেই ফাইনালের কোয়ালিফায়ারের পথে রহমতগঞ্জ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত