সন্তান কোলে নিয়ে বেরিয়েছিলেন মা। হুট করে এসে পড়া বৃষ্টিতে সন্তানের সুরক্ষায় তাই শাড়ির আঁচলই ভরসা। ছবি : হারুন অর রশীদরোদ হোক বা বৃষ্টি। আয়ের আশায় পথে নামতেই হয় রিকশা নিয়ে। ছবি : হারুন অর রশীদবৃষ্টি থেকে গা বাঁচিয়ে রিকশায় বসেই যাত্রীর অপেক্ষা। ছবি: হারুন অর রশীদআকাশে কালো মেঘ। দিনেও তাই পথ চলতে হয় হেডলাইট জ্বালিয়ে। ছবি : জীবন আমীর