Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা

বৃষ্টির কারণে সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির কারণে সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Picture of জ্যেষ্ঠ প্রতিবেদক, সকাল সন্ধ্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক, সকাল সন্ধ্যা

কোরবানি ঈদের সময় থেকে সারাদেশের আকাশ প্রায় প্রতিদিনই ছিল মেঘলা। তবে আষাঢ়ের এই দিনগুলোতে বৃষ্টির খুব বেশি দেখা মিলছিল না। উল্টো কোথাও কোথাও বইছিল তাপপ্রবাহ।

কিছুটা দেরিতে হলেও আষাঢ় শেষ পর্যন্ত তার স্বরূপে ফিরেছে। মঙ্গলবার ১১ আষাঢ় থেকে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করেছে, যা বুধবার সকালেও অব্যাহত ছিল।   

আগামী কয়েকদিনে বৃষ্টির মাত্রা সারাদেশেই বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে তারা জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তরবঙ্গ উপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আর এর প্রভাবেই সারাদেশে বৃষ্টি হচ্ছে।

বৃষ্টির কারণে সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কমে আসতে পারে।

বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮৫ মিলিমিটার। ঢাকায় এসময় ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলায় ২২ মিলিমিটার, সিলেট বিভাগের হবিগঞ্জে ৩১ মিলিমিটার, চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও বরিশাল বিভাগের পটুয়াখালীতে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ সকাল সন্ধ্যাকে বলেন, “বুধবার থেকে শুরু করে আগামী দুই-তিন দিন বৃষ্টির মাত্রা বাড়তেই থাকবে। সারাদেশেই বৃষ্টি হবে। দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের যেসব এলাকায় তাপপ্রবাহ চলছিল, সেখানেও বৃষ্টি হবে।”

বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী এবং পাবনার ঈশ্বরদীতে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত