Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

নাটকীয়তার ‘নায়ক’ রাজশাহীর জয়

rajshahi 2
[publishpress_authors_box]

সমালোচনার নায়ক, আলোচনার কেন্দ্রে। দুর্বার রাজশাহীকে নিয়ে এটাই বলা যায়। ‘সুপার সানডে’ তে চারম নাটকীয়তা ছড়িয়ে পুরোটা দিন দখল করে রাখল এই দল। দিনে সমালোচনায় রাতে তারাই আলোচনায়।

ম্যাচ শেষ হতে রাজশাহী দলের উদ্দাম উল্লাস-ই বলে দেয় এই জয় রাজশাহীর কাছে কি মানে রাখে। ম্যাচ খেলতে মাত্র ১৩ জন ক্রিকেটার নিয়ে মাঠে আসেন তাসকিন আহমেদরা। একজন বিদেশি ক্রিকেটারও ছিলেন না একাদশে। দেশিদের নিয়ে গড়া এই ম্যাচে হারলে সমালোচনায় একেবারে ভেসে যেতে হতো তাসকিনদের।

কিন্তু লো স্কোরিং ম্যাচের এই জয় শুধু রাজশাহীর মুখ-ই নয়, রক্ষা করেছে বিপিএল মুখও। একটি জয়ে চরম অগোছালো দল হওয়ার দুঃখ কিছুটা হলেও ভুলতে পারবেন রাজশাহীর ক্রিকেটাররা।

ম্যাচ শেষে তাসকিন বলছিলেন, “আমাদের হারানোর কিছুই ছিল না। ম্যাচের শুরুতে অনেক নাটক হয়েছে। বিদেশি ক্রিকেটার একজনও আসেননি। তো অনেক ঘটনাই ছিল। আমরা নিজেদের বলেছি যত কিছুই হোক এই বিপিএল আমাদের গর্ব। এর মুখ উজ্জ্বল রাখতে আমরা শেষ বল পর্যন্ত লড়াই করবো। তাই বোর্ডে ১১৯ রান হলেও আমরা চেষ্টা করেছি।”

রংপুর রাইডার্সের বিপক্ষে চরম নাটকীয়তার ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে মাত্র ২ রানে জিতেছে রাজশাহী। আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১১৯ রান করে রাজশাহী। জবাবে মৃত্যুঞ্জয় চৌধুরীর বিধ্বংসী স্পেলে রংপুর আটকে যায় ৮ উইকেটে ১১৭ রানে।

শেষ ওভারে ২৫ রান দরকার ছিল রংপুরের। শুরুর দুই বলে ছক্কা মেরে শেষ ৪ বলে জয়ের লক্ষ্য ১৩ রানে নামিয়ে আনেন। পরের দুই বলে ডট দেন তরুণ জিসান আলম। শেষ দুই বলে দুটো ছক্কা মারলে ম্যাচ টাই হতো। পঞ্চম বলে সাইফউদ্দিন শুধু চার আদায় করায় ম্যাচ জিতে যায় রাজশাহী।

শেষ বলে জিসান ছক্কা হজম করলেও রাজশাহী ক্রিকেটারদের জয়ের আনন্দে মেতে উঠতে কোন বাধা ছিল না। এ নিয়ে টানা দুই ম্যাচে রংপুর রাইডার্সকে হারাল রাজশাহী। টানা ৮ ম্যাচ জয়ের পর চট্টগ্রামে এই দলের কাছেই প্রথম হেরেছিল রংপুর। এবার ঢাকাতে ফিরতি দেখায়ও হার হজম করল।

রাজশাহীর জয়ের নায়ক মৃত্যুঞ্জয় ৪ ওভারে মাত্র ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভারে রংপুরের ব্যাটিং ভরসা সৌম্য সরকারের (৮) পর মেহেদি হাসানকে (০) ফেরান। এছাড়া এ টুর্নামেন্টে দলটির হয়ে রান পাওয়া সাইফ হাসান (০) ও অধিনায়ক নুরুল হাসান সোহানকেও (২) ফেরান। তার চার উইকেটে মাত্র ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর।

ওই ধাক্কা কাটিয়ে সাইফউদ্দিন ৩১ বলে অপরাজিত ৫২ রান করেও দলকে জেতাতে পারেননি। ২০ রান করা রাকিবুল হাসানকে নিয়ে অষ্টম উইকেটে ৪২ রানের জুটি গড়েছিলেন সাইফউদ্দিন।

এই জয়ে ১১ ম্যাচ থেকে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চারে জায়গা করে নিয়েছে রাজশাহী। শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জিতলে আর খুলনা ফরচুন বরিশালের কাছে হেরে গেলে তাসকিনদের প্লে অফে খেলা নিশ্চিত।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত